Advertisement
Advertisement
Asia Cup

ভারতের ‘মার’ সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই, এশিয়া কাপে মরণবাঁচন ম্যাচে নামছে পাকিস্তান

জিততে না পারলে ফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে যাবে পাকিস্তানের পক্ষে।

Pakistan and Sri Lanka to play super 4 Asia Cup match

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 23, 2025 1:48 pm
  • Updated:September 23, 2025 1:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ের শুরুতেই ভারতের কাছে হার। সেই ধাক্কা সামলে মঙ্গলবার ফের ঘুরে দাঁড়ানোর লড়াই পাকিস্তানের। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন সলমন আলি আঘারা। অন্যদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কাও। এই ম্যাচে যে হারবে, টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত।

Advertisement

রবিবার পাক-বধ করে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ভারত। সুপার ফোরের অন্য ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ দুটি দলই ২ পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাই বাকি থাকা ম্যাচগুলি এই দুই দলের কাছে মরণবাঁচনের। জিততে না পারলে ফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে যাবে এশিয়া কাপের প্রাক্তন চ্যাম্পিয়নদের পক্ষে।

পাকিস্তানের কাছে অঙ্কটা সহজ অথচ কঠিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। তারপর বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামবেন শাহিন শাহ আফ্রিদিরা। দুটি ম্যাচ জিতলে আগামী রবিবারের ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান। একই পরিস্থিতি শ্রীলঙ্কারও। মঙ্গলবারের পর শুক্রবার ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। তাই পাকিস্তানকে হারিয়ে খেতাবি যুদ্ধের পথ কিছুটা সহজ করতে চাইছে লঙ্কা ব্রিগেড।

কার্যত নকআউট ম্যাচে নামার আগে পাকিস্তানের চিন্তা বাড়াবে ফিল্ডিং। ভারতের বিরুদ্ধে ম্যাচে একাধিক ক্যাচ ছেড়েছিলেন পাক ফিল্ডাররা। এমনকি মিডল অর্ডারেও রীতিমতো ধস নেমেছে ওই ম্যাচে। অন্যদিকে স্পিন সহায়ক পিচেও লঙ্কা স্পিনাররা সেভাবে ভালো পারফর্ম করতে পারছেন না। সেটা কুশল মেন্ডিসদের পক্ষে যথেষ্ট মাথাব্যথার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ