সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট, ব্যাট হাতে লড়াকু ৪২ রানের অপরাজিত ইনিংস। সবমিলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগে। বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ ম্যাচে নামার আগে তিনিই লঙ্কা শিবিরের তুরুপের তাস।
সুপার ফোরের শেষ ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট পাওয়া যাবে। এই অবস্থায় শেষ ম্যাচে ভারতের টপ অর্ডারে ধস নামানো ২০ বছরের ওয়েল্লালাগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। তিনি বলেছেন, “বিরাট কোহলি বিশ্বের একনম্বর ব্যাটার। কোহলি, রোহিত শর্মার মতো বড়মাপের ব্যাটারের উইকেট নিতে পেরে আমি খুব খুশি। চলতি টুর্নামেন্টে আমরা চারটে ম্যাচ খেলে তিনটিতে জিতেছি। আমাদের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। দল ভালো খেলছে। পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারলে জেতা সম্ভব।”
এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে হঠাৎ চোটের হানায় বেসামাল পাকিস্তান শিবির। কাঁধের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পাক পেসার নাসিম শাহ। চোটের কবলে আরেক পেসার হ্যারিস রউফও। বিশ্বকাপের আগে যা অশনিসংকেত পাক দলের জন্য। নাসিমের বদলি হিসাবে দলে এসেছেন জামান খান। নাসিমের মতো পেসারের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা বলে জানিয়েছেন পাক বোলিং কোচ মর্নি মর্কেল। পিসিবির তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন পাক পেসার। যে খবর বড় স্বস্তি পাকিস্তানের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.