Advertisement
Advertisement
Pakistan Cricket Team

নোমানের ১০ উইকেট, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু পাকিস্তানের

সিরিজের দ্বিতীয় টেস্টে ২০ অক্টোবর থেকে।

Pakistan begin Test Championship by defeating South Africa
Published by: Prasenjit Dutta
  • Posted:October 15, 2025 3:23 pm
  • Updated:October 15, 2025 3:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল। আর গদ্দাফি স্টেডিয়ামে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ দিনেই ৯৩ রানে জয় পেল পাকিস্তান। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ১৮৩ রানে। 

Advertisement

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩৭৮ রান। ইমাম উল হক (৯৩), সলমন আলি আঘারা (৯৩) রান পান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইনিংস ১৬৭ রানে গুটিয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৭ রানের লক্ষ্য দাঁড়ায়। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ২ উইকেটে ৫১।

চতুর্থ দিন জেতার জন্য আরও ২২৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তবে, নোমাল আলি এবং শাহিন আফ্রিদির যুগলবন্দিতে জয় পায় পাকিস্তান। দুই বোলারের শিকার ৪টি করে উইকেট। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৩ রানে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বুধবার খেলা শুরু হওয়ার তৃতীয় বলের মধ্যেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে ফেরান আফ্রিদি। খানিক পর নোমানের বলে অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ট্রিস্টান স্টাবস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। কঠিন পরিস্থিতিতে তিনি করেন ৫৪ বলে ৫৪ রান। রায়ান রিকেলটনের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৭৩ রানের জুটি।

এরপরেই নোমান আলির ম্যাজিক বলে বোল্ড হন ব্রেভিস। ম্যাচে সব মিলিয়ে ১০ উইকেট পান নোমান। অন্যদিকে প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার সেনুরান মুতুসামিও ১০ উইকেট নিলেও লাভের লাভ কিছু হয়নি। সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু হবে ২০ অক্টোবর থেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ