সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সম্ভবত প্রথমবার! একটি টস পরিচালনা করার জন্য দু’জন সঞ্চালক মাঠে উপস্থিত। একজন ভারতীয়, একজন পাকিস্তানি। দুই দেশের অধিনায়করা অন্য দেশের সঞ্চালকদের সঙ্গে কথা বলবেন না, ধরে নিয়েই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
এশিয়া কাপের ফাইনালে টসে জেতেন সূর্যকুমার। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক কথা বলেন রবি শাস্ত্রীর সঙ্গে। তারপরই ডাকা হয় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে। কিন্তু সেখানেই চমক। তিনি কথা বলেন পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে। জানা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে পিসিবি একজন নিরপেক্ষ সঞ্চালক চেয়েছিল। সেই অনুরোধ যখন বিসিসিআইয়ের পাঠানো হয়, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানায়, রবি শাস্ত্রীর বদলে অন্য কারওকে আনা যাবে না। ফলে দুই অধিনায়কের সঙ্গে কথা বলার দায়িত্ব ছিল শাস্ত্রীর উপর। কিন্তু শেষ পর্যন্ত দুজনকেই পাঠায় এসিসি। যা কার্যত ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে না’ নীতি।
অবশ্য উত্তাপ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে একে অপরের ছায়া মাড়াতেও নারাজ দু’দেশের ক্রিকেটাররা। এমনকী, প্রোটোকল মেনে ম্যাচের আগে যে ফটোশুট হয়, সেটাতেও আপত্তি জানিয়েছিলেন সূর্যকুমার যাদব। যে কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। কিন্তু এশিয়া কাপ ফাইনালের আগে দুটো টিমের ফটোশুট হয়নি। সূত্রের খবর, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি পাক অধিনায়ক আঘার সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। ফাইনালের আগে এ নিয়ে প্রশ্ন করা হলে পাক অধিনায়ক আঘা বলছেন, “ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের উপর নির্ভর করছে। চাইলে আসবে। না এলে আমাদের কিছু করার নেই।” কিন্তু সেই সলমনের জন্যই আবার পাক সঞ্চালক আনতে হল।
“Toss update: India won the toss and elected to bowl All eyes now on Pakistan’s batting! ”
— Asad Hashmi (@asadhashmi66)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.