সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে খাঁচায় পুরে খোঁচা মারা। পাকিস্তানকে যেভাবে গোহারা হারিয়েছে ভারত, তাতে নেটিজেনরা প্রতিবেশী দেশকে ‘খোঁচা’ তো মারবেনই। আর তাঁরা এখন সেটাই করছেন। ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের পর সোশাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে।
Pakistan can’t breathe properly…
Reason: Bumrah & HardikAdvertisement— IND Cricket & Memes (@INDCricketGuide)
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আঘা। ভারতীয় বোলারদের দাপটের সামনে ১২৭ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারের আগেই জয়ের রান তুলে নেয় ভারত। এর পরেই সোশাল মিডিয়ায় রীতিমতো মিম উৎসব।
ভারতীয় বোলারদের দাপটের সামনে যখন পাকিস্তানের তখন নাজেহাল অবস্থা। খেলা শুরুর পরেই হার্দিক পাণ্ডিয়া আর জশপ্রীত বুমরাহর সামনে পাকিস্তানের টপ অর্ডারে ভাঙন ধরে গিয়েছে। সেই সময় গ্যালারিতে দেখা যায়, কিছু পাক সমর্থক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে। সেই ছবি ভাইরাল। ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তান ঠিক মতো শ্বাস নিতে পারছে না। ওদের দমবন্ধ হয়ে গিয়েছে। কারণ বুমরাহ এবং হার্দিক।’
Meme of the Day
— Cric Addict (@CriccAddict)
আবার ম্যাচের একেবারে শেষ লগ্নে পাক সমর্থকদের গালে হাত দিয়ে গভীর চিন্তায় দেখা গিয়েছে। সেই ছবির শিরোনামে লেখা হয়েছে ‘মিম অফ দ্য ডে’। এক নেটিজেন আবার লিখেছেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে। আধুনিক ক্রিকেট খেলাই নাকি লক্ষ্য ছিল। আর গোটা বিশ্ব এখন পাকিস্তান ক্রিকেট দলের সার্কাস দেখছে।’ কেউ আবার লিখেছেন, ‘এই পাকিস্তান তো আমেরিকায় ১২০ রানও তাড়া করতে পারেনি।’ অন্য একজনের মতে, ‘গত ১০ ম্যাচে বাবর কী করেছে, সেই পরিসংখ্যান দেখান।’
They dropped Babar Azam just to play Modern Cricket like this and the whole world is watching their circus now.
— Gulshan Zahra (@GZ_Vibes)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.