সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপে আর খেলতে নারাজ পাকিস্তান। সেই নিয়ে রীতিমতো ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সদ্য লেজেন্ডসদের লিগের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পর্যুদস্ত হয়েছেন সোয়েব মালিকরা। তারপরই বড় সিদ্ধান্ত নিল পিসিবি। এই সিদ্ধান্তের নেপথ্যেও ঘুরেফিরে সেই ভারতকেই দোষারোপ করলেন পিসিবি প্রধান মহসিন নকভি।
একবার নয়, দু’বার ভারতের কাছে প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে শাহিদ আফ্রিদিদের। গ্রুপ পর্বে তো বটেই, সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে নামতে রাজি হননি যুবরাজ সিং-শিখর ধাওয়ানরা। পহেলগাঁও জঙ্গিহামলার পর যে সিদ্ধান্ত ধাওয়ানরা নিয়েছিলেন, সেটাই তাঁরা বজায় রেখেছেন। সেমিফাইনালে ভারত না খেলায় কার্যত ‘ফ্রি’তে ফাইনালে উঠে যায় পাকিস্তান। যদিও শেষরক্ষা হয়নি।
কিন্তু গ্রুপ পর্বে ভারত না খেললেও দুই দল ১ পয়েন্ট করে পেয়েছিল। আর তাতেই এত নালিশ পিসিবি’র। তারা জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, ভবিষ্যতে বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে আর খেলবে না।’ তার কারণ, ভারত ম্যাচ প্রত্যাহার করেও কেন পয়েন্ট পাবে? তারা নিজেরাই তো মাঠে নামতে চায়নি।
পিসিবি এক বার্তায় বলা হয়েছে, ‘এই পয়েন্ট দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও দু’মুখো আচরণ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বোঝা যাচ্ছে, খেলাধুলোর নিরপেক্ষতার বদলে এর মধ্যেও বাইরের প্রভাব রয়েছে। যা একেবারেই গ্রহণযোগ্য নয়। পিসিবি এর প্রতিবাদ করছে। যেখানে খেলাধুলোর সততাকে মাথায় রাখা হয় না ও বাইরের চাপের কাছে প্রশাসকরা নতিস্বীকার করে, সেখানে পিসিবি আর কোনওদিন খেলবে না।’ বাইরের চাপ বলতে সম্ভবত নকভি ভারত তথা বিসিসিআইয়ের কথাই বলছেন। উল্লেখ্য, আইসিসি’র বর্তমান চেয়ারম্যান জয় শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.