ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা। যে যখন পারছেন, এসে বসে পড়ছেন। থুড়ি, ডেকে নিয়ে এসে বসানো হচ্ছে। এটাই পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা। বাবর-আফ্রিদিদের জন্য ফের নতুন কোচ নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেটা অস্থায়ীভাবে। এবার টেস্ট দলের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মাহমুদকে।
এই নিয়ে গত চার বছরে পাকিস্তানে সাতজন কোচকে নিয়োগ করা হল। গত বছরের নভেম্বরে লাল বলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছিলেন জেসন গিলেসপি। বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরে দায়িত্ব ছাড়েন প্রাক্তন অজি বোলার। তাঁর জায়গায় প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে দায়িত্ব দেয় পিসিবি। ঘটনাচক্রে আকিব পাকিস্তানের নির্বাচন কমিটিতেও ছিলেন। এবার তিনিও দায়িত্ব ছাড়লেন। কারণ ওই একটাই। বোর্ডের সঙ্গে কারওরই মতের মিল হয় না।
অবশেষে অস্থায়ীভাবে লাল বলের ক্রিকেটের দায়িত্ব পেলেন মাহমুদ। আগামী বছরের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। অবশ্য বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘অভিজ্ঞ ও দারুণ ক্রিকেট মস্তিষ্ক আজহার মাহমুদকে নতুন দায়িত্ব দেওয়া হল। দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডের কাউন্টি বিভাগে তিনি সাফল্য পেয়েছেন, অভিজ্ঞতা প্রচুর ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর সাফল্য আছে। তাঁর অধীনে লাল বলের ক্রিকেটে পাকিস্তান সাফল্য পাবে বলেই বিশ্বাস।’
কোচ হিসেবে মাহমুদের প্রথম লড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে তারা। সেটা অবশ্য বছরের শেষ দিকে। তারপর কি মিসবা, সাকলাইন, গিলেসপি, আকিব, মাহমুদের পর আবার নতুন কোচ? নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.