Advertisement
Advertisement
Pakistan Cricket Team

বারবার তিনবার! চুনকামের জ্বালার মাঝেই টানা তিন ম্যাচে জরিমানা পাকিস্তানের

সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা চার ম্যাচে জরিমানা হল রিজওয়ানদের।

Pakistan Cricket Team fined again for slow over rate in New Zealand ODI series
Published by: Arpan Das
  • Posted:April 7, 2025 8:02 pm
  • Updated:April 7, 2025 8:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো হারের জ্বালায় জেরবার। তার মধ্যে মাথায় জরিমানার বোঝা চেপেই যাচ্ছে। এক কথায় এই হল পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চুনকাম হয়েছে পাকিস্তান। এর সঙ্গে তিনটি ম্যাচেই জরিমানা দিতে হবে রিজওয়ানদের।

Advertisement

প্রথম ম্যাচে ৭৩ রান ও দ্বিতীয় ম্যাচে ৬৪ রানে হার। তৃতীয় ম্যাচে অবশ্য একটু ‘উন্নতি’ হয়েছে। সেখানে বাবররা হেরেছেন ৪৩ রানে। কিন্তু হারের সঙ্গে যে অন্য জায়গাতেও সমস্যা। স্লো ওভার রেটের জন্য ম্যাচ রেফারি জেফ ক্রো মোটা জরিমানা চাপালেন পাকিস্তানের উপর। আইসিসি’র আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ম্যাচ ফি’র ৫ শতাংশ কাটা হবে। বিষয়টি রিজওয়ান স্বীকারও করে নিয়েছেন।

আইসিসি থেকে বলে হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাকিস্তানকে পর পর তিন ম্যাচে জরিমানা করা হল।’ অর্থাৎ ১০ দিনের মধ্যে তিনবার জরিমানা গুনতে হবে পাক-বাহিনীকে। প্রথম ম্যাচে ১০ শতাংশ জরিমানা হয়েছিল, দ্বিতীয় ম্যাচে সেটা ছিল ৫ শতাংশ। এবার ফের ৫ শতাংশ জরিমানা। ঘটনা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই কারণে আর্থিক শাস্তি হয়েছিল। অর্থাৎ কিউয়িদের বিরুদ্ধে টানা চারটি ম্যাচে গ্যাঁটের কড়ি খসল রিজওয়ানদের।

এ তো গেল মাঠের ভিতরে দুরবস্থা। মাঠের বাইরেও বিতর্কে পিছু ছাড়ছে কোথায়? তৃতীয় ওয়ানডের পর ম্যাচের শেষে খুশদিল শাহ দর্শকদের সঙ্গে জড়িয়ে পড়েন বিবাদে। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ সাপোর্ট স্টাফেরা এসে খুশদিলকে তুলে নিয়ে যান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ