৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ৮ দল নামছে এশিয়াসেরার লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে পাকিস্তান।
গ্রুপ: এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত, ওমান, আরব আমিরশাহির সঙ্গে রয়েছে পাকিস্তান।
পাকিস্তান দল: সলমন আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, খুশদিল শাহ/ মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ/ সুফিয়ান মুকিম।
শক্তি: পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের টপ অর্ডার। চোট সরিয়ে দলে ফিরেছেন ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব এবং মহম্মদ হ্যারিসের মতো খেলোয়াড়রাও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। ফারহান তিনটি হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে। তাঁর স্ট্রাইক রেটে প্রায় ১৪৫। মেন ইন গ্রিনের অন্যতম ভরসার জায়গা পেসার হ্যারিস রউফ। তাছাড়াও দুই স্পিনার আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম বিপক্ষের উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। ১৬ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন সুফিয়ান। ১৫ ম্যাচে ২১ উইকেট রয়েছে আবরারের। তাছাড়াও অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বাড়তি শক্তি হতে পারেন।
দুর্বলতা: ধারাবাহিকতা চিন্তায় রাখবে পাক দলকে। মিডল অর্ডারও তেমন ভরসা জোগাতে পারছে না। তরুণ তুর্কি হাসান নওয়াজ ছাড়া মিডল অর্ডার ব্যাটাদের অবস্থা তথৈবচ। খুশদিল শাহের সাম্প্রতিক ব্যাটিং পরিসংখ্যান খুবই খারাপ। গড় এবং স্ট্রাইক রেটও বেশ কম। এমনকী অধিনায়ক সলমন আলি আঘার স্ট্রাইক রেটও এ বছর মাত্র ১২৪-এর কিছু বেশি। মিডল অর্ডারে ফায়ারপাওয়ারের অভাব পাকিস্তানকে চিন্তায় রাখবে।
এক্স ফ্যাক্টর: শাহিন শাহ আফ্রিদি। ফর্মে ফিরতে মরিয়া তিনি। ৭৫ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট রয়েছে তাঁর। গড় ২১.২৪।
সম্ভাবনা: গ্রুপ পর্বে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে। তবে বাকি দলগুলি অতটা কঠিন নয়। তাই পরের রাউন্ডে পৌঁছানো কঠিন হবে না পাকিস্তানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.