Advertisement
Advertisement
Pakistan cricketer

ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণ! খেলা চলাকালীন মাঠ থেকেই গ্রেপ্তার পাকিস্তানি ক্রিকেটার

তারকা ক্রিকেটারকে সাসপেন্ড করেছে পিসিবি।

Pakistan cricketer arrested in England over harassment allegation
Published by: Anwesha Adhikary
  • Posted:August 8, 2025 12:56 pm
  • Updated:August 8, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণ করেছেন পাকিস্তানি ক্রিকেটার! প্রকাশ্যে এল বিস্ফোরক অভিযোগ। জানা গিয়েছে, হায়দর আলি নামে ওই ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছে ইংল্যান্ড পুলিশ। গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি হায়দরকে সাসপেন্ড করেছে পাক ক্রিকেট বোর্ড।

Advertisement

পাকিস্তানের ‘এ’ স্কোয়াডের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন ২৪ বছর বয়সি হায়দার। দু’টি তিনদিনের ম্যাচ এবং পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাক দল। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফর চলাকালীনই ধর্ষণ করেছেন হায়দার, এমনটাই অভিযোগ ওঠে। ম্যাঞ্চেস্টার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দারের বিরুদ্ধে। তাই বেকেনহ্যাম মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তবে ইংল্যান্ড পুলিশের প্রথামাফিক হায়দারের নাম প্রকাশ করা হয়নি।

হায়দারের গ্রেপ্তারির পরেই বিবৃতি দিয়ে পাক বোর্ড জানায়, তদন্তের দিকে নজর রাখা হয়েছে। যতদিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে হায়দারকে। তবে অভিযুক্ত ক্রিকেটারকে সবরকম আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে পাক বোর্ড। তদন্ত চলাকালীন পুলিশকেও সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও হায়দারকে আপাতত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফলে ইংল্যান্ড ছেড়ে বেরতে পারবেন না তিনি।

সূত্র মারফত জানা গিয়েছে, মাঠ থেকে গ্রেপ্তার হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন হায়দার। আদালতে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন। উল্লেখ্য, বর্তমানে ‘এ’ দলের হয়ে খেললেও সিনিয়র দলের হয়ে দু’টি ওয়ানডে এবং ৩৫টি টি-২০ খেলেছেন। প্রায় দু’বছর পরে জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তাও বেশ পরিস্কার করে ফেলেছিলেন হায়দার। তার মধ্যেই জঘন্য অপরাধে জড়িয়ে পড়লেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ