Advertisement
Advertisement
Pakistan Cricketer

পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাক ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধও করেছিল।

Pakistan cricketer cleared of rape charges due to lack of sufficient evidence

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 4, 2025 4:37 pm
  • Updated:September 4, 2025 4:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছে, হায়দারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে পাক ক্রিকেটারকে।

Advertisement

পাকিস্তানের ‘এ’ স্কোয়াডের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন ২৪ বছর বয়সি হায়দার। দু’টি তিনদিনের ম্যাচ এবং পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাক দল। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফর চলাকালীনই ধর্ষণ করেছেন হায়দার, এমনটাই অভিযোগ উঠেছিল। ম্যাঞ্চেস্টার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দারের বিরুদ্ধে। তাই কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ড মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। হায়দারের গ্রেপ্তারির পরেই বিবৃতি দিয়ে পিসিবি জানায়, তদন্তের দিকে নজর রাখা হয়েছে। যতদিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে হায়দারকে। তবে অভিযুক্ত ক্রিকেটারকে সবরকম আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছিল পাক বোর্ড।

তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন হায়দার। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তদন্তের পরে পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস হায়দার আলির বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি, যার উপর ভিত্তি করে তদন্ত এগিয়ে যাওয়া যায়। সেই কারণে শেষ পর্যন্ত পাক ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করে দেয় তারা। ইতিমধ্যেই তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ