Advertisement
Advertisement
Womens Cricket World Cup

২২ গজে ক্রিকেটারের প্রয়াত বাবাকে অনন্য সম্মান, বিশ্বকাপে নীরবতা পালন পাকিস্তান-ইংল্যান্ডের

দুই দলের ক্রিকেটারদের মনোভাবের প্রশংসায় নেটিজেনরা।

Pakistan, England observe silence at Womens Cricket World Cup 2025
Published by: Prasenjit Dutta
  • Posted:October 15, 2025 9:06 pm
  • Updated:October 15, 2025 9:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ গজে ক্রিকেটারের প্রয়াত বাবাকে অনন্য সম্মান জানাল পাকিস্তান এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। বুধবার কলম্বোয় মহিলা বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচের আগে পাক ক্রিকেটার শাওয়াল জুলফিকারের বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করলেন। যার ছবি শেয়ার করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisement

২০ বছর বয়সি শাওয়াল জুলফিকারের বাবা মঙ্গলবার শিয়ালকোটে প্রয়াত হন। সেই সময় তরুণী ক্রিকেটার পাকিস্তান দলের সঙ্গে কলম্বোয় ছিলেন। আইসিসি কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শাওয়াল জুলফিকারের বাবার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে দুই দলই এক মিনিট নীরবতা পালন করেছে।’

দুই দলের ক্রিকেটারদের এই মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মানবতা বেঁচে আছে। সেই কারণেই ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়।’ কারও মতে, এভাবেই সংহতির উজ্জ্বল নিদর্শন তুলে ধরল দুই দল। প্রসঙ্গত, বাবার মৃত্যুর খবর পেয়ে এর পরেই তিনি দেশের উদ্দেশে রওনা দেন পাক ক্রিকেটার।

উল্লেখ্য, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। স্পিনবান্ধব পিচে আধিপত্য নিয়েই খেলছিল পাকিস্তান। ২৫ ওভারে ইংল্যান্ড যখন ৭ উইকেটে ৭৯, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে খেলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ