সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক মুলুক থেকে প্রায়ই হাওয়া ওঠানো হয়, পিএসএল যেন আইপিএলকেও টপকে যাবে। কিন্তু টপকে যাওয়া তো দূরের কথা, আইপিএলের ধারেকাছেও নেই পাক লিগ। ক্রিকেটের গুণমান থেকে সার্বিক পরিকাঠামো, আইপিএল লক্ষ যোজন এগিয়ে। এবার যেন হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। স্টেডিয়ামে চলছে পিএসএলের ম্যাচ, আর সেখানে বসেই আইপিএলের ম্যাচ দেখছেন এক পাকিস্তানি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
আইপিএলে চলছিল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। সেই ম্যাচ যায় সুপার ওভারে। শেষ ওভারে নায়ক হন দিল্লির মিচেল স্টার্ক। অন্যদিকে পিএসএলেও একটি ম্যাচ চলছিল। কিন্তু সেই ম্যাচে মন নেই খোদ পাকিস্তানের দর্শকের। ভাইরাল ভিডিওয় দেখা যায়, স্টেডিয়ামে যখন পিএসএলের ম্যাচ চলছে, তখন দর্শক স্টেডিয়ামে বসে মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছেন। সেখানে এও দেখা যায়, মিচেল স্টার্ক উইকেট পেয়েছেন।
পাকিস্তান মিডিয়ায় প্রায়ই হইচই করা হয়, পিএসএল নাকি আইপিএলকে টক্কর দেবে। এমনকী বড় গলা করে পাক পেসার হাসান আলি বলেছিলেন, লোকে এবার আইপিএল ছেড়ে পিএসএল দেখবে। উলটোদিকে স্যাম বিলিংস তো হেসেই ফেললেন পিএসএল-আইপিএল তুলনায়। টাকা-পয়সার তুলনাতেই আসে না। পাক লিগের আয়োজন নিয়ে একাধিক হাস্যকর ঘটনা ভাইরাল হয়েছে। সাংবাদিক সম্মেলনে আওয়াজ বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটেছে। আর এবার পিএসএল ম্যাচের ভিডিও ভাইরাল হতেই ভারতের ক্রিকেট সমর্থকরা বলছেন, ‘এটাই আইপিএলের দম!’
People watching IPL instead of Psl.
— Indian Cricket Fc (@Jonathan_fcc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.