সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সমাপ্ত বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজম দারুণ সমালোচিত হয়েছেন। বিশ্বকাপ শেষে পাকিস্তান (Pakistan) দলে ঢালাও পরিবর্তন করা হচ্ছে।
এর মধ্যেই খবর, অতিরিক্ত ক্রিকেটের জন্য নেদারল্যান্ডস (Netherlands) সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখছে পাকিস্তান। নতুন বছরের মে মাসে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল সেখানে। কিন্তু বিশ্বকাপের আগে ঠাসা ক্রীড়াসূচির জন্য পিসিবি-র অনুরোধেই সেই সফর স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
নেদারল্যান্ডস সফরে না গেলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সফরগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরই অঙ্গ বলে মনে করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত ক্রিকেট খেললে বিশ্বকাপের আগেই ক্লান্তি গ্রাস করতে পারে, সেই কারণেই স্থগিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানের নেদারল্যান্ডস সফর।
এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে পাকিস্তানের কোচিং বিভাগে পরিবর্তন আনা হচ্ছে। দুই প্রাক্তন পাক তারকা উমর গুল (Umar Gul) এবং সইদ আজমলকে (Saeed Ajmal) বোলিং কোচ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ফাস্ট বোলিং বিভাগের কোচ করা হয়েছে উমর গুলকে। স্পিন বিভাগের কোচ সঈদ আজমল।
বোলিং কোচ হিসেবে গুল ও উমরের প্রথম পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ ডিসেম্বর, ২০২৩ থেকে ৭ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২-২১ জানুয়ারি পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.