ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ৯২ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছে পাকিস্তান। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের এহেন বিশ্রী পারফরম্যান্সের পর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তাঁর নিশানায় ব্যাটাররা। তাছাড়াও পাকিস্তানের পাকিস্তানের সাদা বলের হেডকোচ মাইক হেসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
এক টিভি অনুষ্ঠানে শোয়েব বলেন, “হেসন ভালো টি-টোয়েন্টি কোচ। কিন্তু ওয়ানডে’তে তাঁর দক্ষতা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমি এও জানি না, ওয়ানডের জন্য তিনি দলে কী এমন বদল এনেছেন। এই ফরম্যাটে ভালো মানের ক্রিকেটাররা না খেললে এমনই হবে।” তিনি আরও বলেন, “ওদের ভাগ্য ভালো যে ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক ছিল না। যখনই এমন কন্ডিশনে খেলতে যায়, আমাদের ক্রিকেটারদের দৈন্যদশা টের পাওয়া যায়।”
এমন বিশ্রী পরাজয়ের পর আখতারের নিশানায় টিম ম্যানেজমেন্টও। তাঁর মন্তব্য, “ঠিক মতো পরিকল্পনা না করলে ক্রিকেটারদের দোষ দিয়ে কী হবে! প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটার, বোলার বা স্পিনার না খেলালে ৫০ ওভারের ম্যাচ খেলা সম্ভব নয়। পেস সহায়ক উইকেটে সব সময় আমাদের ক্রিকেটারদের আসল চেহারা বেরিয়ে আসে। সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সেই পরিবেশও তৈরি করতে হবে। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে।”
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। সেখানেই ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে একাই ১২০ রান করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ব্যাট হাতে নেমে ক্যারিবিয়ান বোলারদের সামনে রীতিমতো হিমশিম খেলেন রিজওয়ানরা। পাঁচ ব্যাটার- সাইম আয়ুব, আবদুল্লা শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি, আবরার আহমেদ ফেরেন শূন্য রানে। তারকা ব্যাটার বাবর আজমের ঝুলিতে মাত্র ৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান সলমন আঘা (৩০)। ৭.২ ওভারে ১৮ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন জেডেন সেলস। প্রথম ক্যারিবিয়ান হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্য়াচে হাফ ডজন উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
এহেন জঘন্য পারফরম্যান্সে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২০২ রানে পরাস্ত হয় তারা। ৫০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে এত বড় ব্যবধানে হারল পাক দল। দুই দল একদিনের ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৭৫ সালের ১১ জুন বার্মিংহামে। তারপর থেকে কখনওই এমন ব্যবধানে হারেনি পাকিস্তান। ২০১৫ সালে সর্বোচ্চ ১৫০ রানে মিসবা-উল-হকের পাক দলের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন জেসন হোল্ডাররা। পাশাপাশি ৩৪ বছরে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজেও হারলেন রিজওয়ানরা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হারে তারা। আর এহেন জঘন্য পারফরম্যান্সের পর রীতিমতো চটেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.