সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুর্দশা কিছুতেই কাটছে না। তা সে পুরুষদের দলই হোক কিংবা মহিলাদের। যেন আরও আঁধারে তলিয়ে যাচ্ছে পাক ক্রিকেট। এবার আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারতে হত পাকিস্তানের মহিলা দলকে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দেশকে জিতিয়ে ‘হিরোইন’ আইরিশ ক্রিকেটার জেন ম্যাগুয়ের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে সিরিজ পকেটে পুরে ফেললেন তাঁরা।
শেষ বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। যাঁর বলে ম্যাগুয়েরের ছক্কা গ্যালারিতে গিয়ে পড়ল, তিনি আবার টি-টোয়েন্টিতে আইসিসি’র ক্রমতালিকায় থাকা এক নম্বর, সাদিয়া ইকবাল। নিজের ইনিংসের প্রথম বলেই ছয় হাঁকালেন ম্যাগুয়ের। এর ফলে ডাবলিনে ৪ উইকেটে জয় পায় আয়ারল্যান্ড। একই সঙ্গে ম্যাগুয়ের একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতানোর নজির গড়েছেন তিনি। অতীতে অনেকেই শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতালেও, সেগুলো কোনওটাই কারও ইনিংসের প্রথম বলে ছিল না।
টসে জিতে প্রথম ব্যাটিং করে পাকিস্তান। ৬ উইকেট ১৬৮ রান তোলে তারা। শাওয়াল জুলফিকারের ৩৩ রানের ইনিংসটিই ছিল সর্বোচ্চ। জবাবে ব্যাটিং করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকান অর্লা প্রেন্ডারগাস্ট (৫১)। তাছাড়াও লরা ডেলানি করেন ৪২ রান। ম্যাচের সেরা হন রেবেকা স্টোকেল। তিনি ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সঙ্গে অপরাজিতও থাকেন। বলা চলে, তাঁর ইনিংসটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। যদিও বাঁ হাতি স্পিনার সাদিয়ার বলে ছক্কা হাঁকিয়ে এখন রীতিমতো ‘নায়িকা’র আসনে ম্যাগুয়ের।
জয়ের পর ম্যাগুয়ের বলেন, “যখন ব্যাটিংয়ে নামি, মাত্র এক বল বাকি। বেশ টেনশনে ছিলাম। রেব (রেবেকা স্টোকেল) আমাকে বলল, ‘তোমার শক্তির জায়গায় থেকে সোজা মারো। সেটাই করেছি।’ ভাগ্য ভালো যে, বলটা ফুলটস ছিল।” উল্লেখ্য, এটাই ম্যাগুয়েরের প্রথম আন্তর্জাতিক ছক্কা। এই নিয়ে টানা দু’টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিল আয়ারল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.