Advertisement
Advertisement
Asia Cup

ম্যাচ বয়কট করলে এশিয়া কাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত, ‘স্বখাত সলিলে’ ডুববেন শাহিনরা?

সুপার ফোরের আগেই শেষ হয়ে যাবে পাকিস্তানের অভিযান?

Pakistan might crash out from Asia Cup if boycotts UAE match
Published by: Anwesha Adhikary
  • Posted:September 16, 2025 9:22 am
  • Updated:September 16, 2025 9:24 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি পূরণ না হলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। কিন্তু এমনটা করলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবেন সলমন আলি আঘারা! নিয়ম অনুযায়ী, কোনও দল মাঠে না নামলে সেই ম্যাচের পয়েন্ট পুরোটাই চলে যায় বিপক্ষের খাতায়। বর্তমানে এশিয়া কাপের পয়েন্ট টেবিলের যা ছবি, তাতে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে না খেললে পাকিস্তানেরই ক্ষতি।

Advertisement

রবিবার ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। হ্যান্ডশেক না করার পদক্ষেপের তুমুল সমালোচনা করে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, চলতি এশিয়া কাপ থেকে বহিস্কার করা হোক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। তা না হলে এশিয়া কাপের পরের ম্যাচে নামবেন না শাহিন আফ্রিদিরা। পিসিবির দাবি, পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। এটা অখেলোয়াড় সুলভ আচরণ।

তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছু বলেননি। তার মধ্যেই পাকিস্তান হুঁশিয়ারি দেয়, পাইক্রফটকে না সরালে তারা পরের ম্যাচ বয়কট করবে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে। অর্থাৎ সেই ম্যাচে খেলবেন না সলমনরা।

কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে হবে পাক দলকে। এশিয়া কাপের গ্রুপ ‘এ’র পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের সুপার ফোরে যাওয়া নিশ্চিত। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে যাওয়ার দাবিদার পাকিস্তান এবং আমিরশাহী, দুই দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। এই দুই দলের মধ্যে যে জিতবে, তারাই সুপার ফোরে যাবে। কিন্তু পাকিস্তান যদি খেলতেই না নামে তাহলে হাসতে হাসতে সুপার ফোরে উঠে যাবে আমিরশাহী। শেষ পর্যন্ত ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করবে পাকিস্তান?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ