সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে শেষ পর্যন্ত ম্যাচ বয়কট করল পাকিস্তান! সূত্রের খবর, ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগেও টিম বাসে ওঠেননি সলমন আলি আঘারা। নিয়ম অনুযায়ী, সাড়ে সাতটায় টস করতে নামেন দুই অধিনায়ক। তার দীর্ঘক্ষণ আগেই স্টেডিয়ামে পৌঁছে যায় দুই দল। কিন্ত বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পাক দল মাঠে পৌঁছয়নি বলেই সূত্রের খবর।
রবিবার ভারত-পাক ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে কোনওমতেই সরানো হবে না। বুধবার সকালেও পাইক্রফটকে সরানোর আবেদন করে পিসিবি। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়।
সূত্রের খবর, তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন শাহিন আফ্রিদিরা। ততক্ষণে ক্রিকেটারদের কিট এবং অন্যান্য জিনিসপত্র টিম বাসে তুলে ফেলা হয়েছে। কয়েকজন ক্রিকেটার বাসে উঠে পড়েছিলেন বলেও শোনা গিয়েছে। কিন্তু পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। যাঁরা বাসে উঠেছেন, তাঁদের দ্রুত নেমে গিয়ে হোটেলে ফিরতে বলা হয় বোর্ডের তরফে। শোনা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন এসিসি চেয়ারম্যান মহসিন নকভি। তার আগে এখনও পর্যন্ত ম্যাচ বয়কট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ম্যাচের আগের দিনই পাক দলের তরফে ইঙ্গিত ছিল, বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে তারা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি কোনও পাক প্লেয়ার। তবে বলা হয়, অনুশীলনে ব্যস্ত থাকার কারণে পাক ক্রিকেটাররা সাংবাদিক সম্মেলনে আসতে পারেননি। সাংবাদিক সম্মেলনের পর এবার ম্যাচ বয়কটও করলেন শাহিন আফ্রিদিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.