সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে এশিয়া কাপে ‘মার’ খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। ক্রিকেট মাঠে হেরেছেন পাক ক্রিকেটাররা। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে বক্সিং লড়তে চান পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেই আবরার, যাকে এশিয়া কাপ পর ফাইনালের পর ‘বাড়ির রাস্তা’ দেখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
সম্প্রতি ভাইরাল হয়েছে আবরারের একটি সাক্ষাৎকারের অংশ। যেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কাকে বক্সিং রিংয়ে সামনে দেখতে চান? বা কাকে দেখলেই রাগের চোটে ঘুসি মারতে ইচ্ছা করে? জবাবে আবরার বলেন, “আমি চাই, আমি বক্সিং করি আর আমার সামনে শিখর ধাওয়ান থাকুক।” পাক তারকার এই মন্তব্যের পর ফের বিতর্ক শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে হালকাছলে নিচ্ছেন। অনেকের আবার বক্তব্য, আবরার উসকানি দিচ্ছেন। আবার নেটিজেনদের একাংশ বলছেন, ‘গব্বর’ শিখরের হাতের একটা ঘুসিও কি সহ্য করতে পারবেন আবরার?
Abrar Ahmed had challenged Shikhar Dhawan to a BOXING match
— Incognito Cricket (@Incognitocric)
এশিয়া কাপে পাক দল ব্যর্থ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা হয়নি আবরারের। সম্প্রতি বিয়েও করেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সতীর্থ শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ।
উল্লেখ্য, কোনও ব্যাটারকে আউট করলে দাঁড়িয়ে পড়ে ঘাড় নাড়িয়ে বিশেষ ধরনের সেলিব্রেশন করেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। অনেকেই সেটাকে অভব্য হিসাবে দেখেন। এশিয়া কাপের তিন ম্যাচেও ভারতের বিরুদ্ধে খুব সুবিধা করতে পারেননি পাক স্পিনার। ফাইনালে একটি মাত্র উইকেট পান। তারপর ওই বিশেষ সেলিব্রেশন করেন। ম্যাচের শেষে দেখা যায়, এক ধারে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আবরারের ভঙ্গি নকল করে মাথা নাড়াতে দেখা যায় তাঁদের। ভাবখানা এমন যেন অনেক খেলেছ, এবার বিদায় হও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.