Advertisement
Advertisement
Asia Cup

বাবর-রিজওয়ান পর্ব অতীত! ওমানের বিরুদ্ধে এশিয়া কাপে অভিযান শুরু করছে পাকিস্তান

এশিয়া কাপের মতো মঞ্চে নিজেদের প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে তরুণ পাক তারকাদের।

Pakistan to start their Asia Cup campaign against Oman

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2025 11:52 am
  • Updated:September 12, 2025 11:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে নামছে পাকিস্তান। কিন্তু পাক কোচ মাইক হেসনের মাথায় ঘুরছে আগামী রবিবার ভারত-পাক মহাম্যাচের কথা। দলের প্রতি পূর্ণ আস্থা রেখে হেসন বলেছেন, “আসন্ন চ্যালেঞ্জের কথা আমাদের মাথায় আছে। এই ব্যাপারে আমার সচেতন। আমরা প্রতিদিন উন্নতি করছি।” উল্লেখ্য, দুই স্তম্ভ বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে এশিয়া কাপে নামছে পাক ব্রিগেড।

Advertisement

এশিয়া কাপ অভিযান শুরুর আগে পাক কোচ হেসন আরও জানিয়েছেন যে, ভারত-পাক ম্যাচের জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এশিয়া কাপে বাবর-রিজওয়ানের বাদ পড়া প্রসঙ্গে হেসন বলেছেন, “ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি সৎ থাকা উচিত। আমি কারও দুর্বলতা নিয়ে কথা বলিনি।” পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইন আপ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমাদের ব্যাটাররা ধীরে ধীরে উন্নতি করছে। আশা করব, ওরা ভালো খেলবে।”

ওমান ম্যাচের থেকেও বেশি আলোচনা হল ভারত ম্যাচ নিয়ে। এই প্রসঙ্গে হেসন বলেন, “আমার জানি, রবিবারের ম্যাচ নিয়ে ভারত ভীষণই আত্মবিশ্বাসী। স্বাভাবিক। কিন্তু আমরাও উন্নতি করছি।” উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের ড্রেস রিহার্সালে ইতিমধ্যেই দুরন্তভাবে পাশ করেছেন সূর্যকুমার যাদবরা। গুঁড়িয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীকে। অন্যদিকে, এশিয়া কাপের আগেই আমিরশাহীর মাঠে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাক ব্রিগেড। এশিয়া কাপের মতো মঞ্চে নিজেদের প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে তরুণ পাক তারকাদের, এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ওমানের বিরুদ্ধে দলের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে পারবেন কোচ মাইক হেসন।

শুক্রবারের ম্যাচের দিকে নিশ্চয়ই নজর রাখবেন গৌতম গম্ভীররাও। কারণ রবিবার পাকিস্তানের বিরুদ্ধেই নামতে হবে টিম ইন্ডিয়াকে। যে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই হাজারো বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ম্যাচের পর সূর্যকে পাক ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলে দিলেন, “আমরা সকলেই ওই ম্যাচটা নিয়ে খুব উত্তেজিত। দলের সবাই পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে। একটা ভালো ম্যাচ খেলতে চাই।” তবে অপারেশন সিঁদুরের পর ভারত-পাক ম্যাচ ঘিরে দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

আজ এশিয়া কাপে 
পাকিস্তান বনাম ওমান
রাত ৮.০০, দুবাই
সোনি স্পোর্টস লাইভ

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ