Advertisement
Advertisement

Breaking News

India Pakistan match

ভারতের বয়কটে ২ পয়েন্ট ‘উপহার’ পেল পাকিস্তান, লেজেন্ডস লিগে ফের মুখোমুখি হতে পারে দুই দল

রবিবার লেজেন্ডস লিগে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছিল।

Pakistan will get points from cancelled India match, says owner

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 3:12 pm
  • Updated:July 21, 2025 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিলের ফলে দুই পয়েন্ট পেয়ে যাবেন শাহিদ আফ্রিদিরা। শুধু তাই নয়, নক আউট পর্বেও দুই দল মুখোমুখি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে যতটা সম্ভব ভারতের বিরুদ্ধে খেলাটা এড়াতে চান বলেই দাবি করেছেন পাক দলের মালিক কামিল খান।

Advertisement

রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।

ম্যাচ বাতিলের পরই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কামিল। পাক দলের মালিক জানান, “সূচি অনুযায়ী যে ম্যাচগুলি রয়েছে সেগুলো হবে, আপাতত কোনও পরিবর্তন নেই। যদি সেমিফাইনাল বা ফাইনালের কথা ভাবতে হয় তাহলে বলব, সেমিফাইনালে দুই দলকে একসঙ্গে না খেলানো হোক। সেমিফাইনালে চারটি দলের খেলা, সেখানে আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলুক ভারত এবং পাকিস্তান।”

যদি লেজেন্ডস লিগের ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে কী হবে সেই নিয়ে অবশ্য এখনই কিছু ভাবতে চান না কামিল। তিনি জানান, রবিবারের ম্যাচ বাতিলের ফলে দুই পয়েন্ট দেওয়া হবে পাক দলকে। কারণ এই ম্যাচ বাতিল করা হয়েছে ভারতের পক্ষ থেকেই। দুই পয়েন্ট পেলে পয়েন্ট তালিকায় সকলের উপরে থাকবে পাকিস্তান। অন্যদিকে ভারত রয়েছে সকলের নিচে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement