সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তানের আক্রমণে ভারতের ৬টি যুদ্ধবিমান গুঁড়িয়ে গিয়েছে! এমন ‘ভিত্তিহীন’ দাবিকে ঘিরেই মাঠে নেমে সেলিব্রেশন করেছিলেন পাক পেসার হ্যারিস রউফ। এবার একইরকম সেলিব্রেশন করলেন আরেক পাক ক্রিকেটার নাশরা সুন্ধু। ম্যাচে তিনি অনবদ্য পারফরম্যান্স করলেও তাঁর সেলিব্রেশন ঘিরেই চলছে যাবতীয় আলোচনা।
মহিলাদের বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে পাকিস্তানের মহিলা দল। সোমবার গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেট তুলে নেন নাশরা। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। কিন্তু এমন দুরন্ত পারফরম্যান্সের দিনেও আলোচনা চলল ম্যাচের পর নাশরার সেলিব্রেশন নিয়ে। পাক স্পিনারের সেলিব্রেশনের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পাল্লা দিয়ে চলছে সমালোচনাও।
গত রবিবার ভারত-পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, সেটারই পুনরাবৃত্তি করেছেন নাশরা। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কোনও প্রমাণও মেলেনি।
হ্যারিসের সেলিব্রেশন নিয়ে সমালোচনার মধ্যেই আরও একবার ‘ভারতবিদ্বেষী’ ভঙ্গি করলেন এক পাকিস্তানি ক্রিকেটার। যদিও নেটিজেনদের একাংশের মতে, ৬ উইকেট নিয়েছেন বলেই ওই ভঙ্গি করেছেন নাশরা। তবে অধিকাংশ নেটিজেনই মনে করছেন, নির্দিষ্ট ওই ভঙ্গিটা এড়িয়ে যেতে পারতেন পাক মহিলা তারকা।
Alhamdullillah,
Truly humbled to reach the milestone of 100 ODI wickets with a player of the match award I am grateful to my family, teammates, and support staff for their constant support.Looking ahead with gratitude and determination.
— Nashra Sundhu (@nashra_sundhu06)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.