Advertisement
Advertisement
Sajid Khan

‘ক্রিকেটার না হলে গ্যাংস্টার হতাম’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের ‘কাটাপ্পা’ সাজিদের!

এর আগে পাক-স্পিনার বলেছিলেন, 'সাদা চামড়ারা আমাদের ভয় পায়'।

Pakistani Cricketer Sajid Khan said that he would have been a gangster if he did not play cricket

পাকিস্তানের স্পিনার সাজিদ খান। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 6:24 pm
  • Updated:April 4, 2025 6:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিনিধিত্ব করা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। তার জন্য অনেক ঘাম-রক্ত ঝরিয়ে পরিশ্রম করেন উঠতি ক্রিকেটাররা। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটার না হতে পারলে? বিকল্প কেরিয়ার খুঁজে নিতে বাধ্য হন উঠতি তারকারা। কিন্তু সেই পছন্দের কেরিয়ারে কি ‘গ্যাংস্টার’ হওয়ার বিকল্প থাকে? থাকে, যদি সেটা পাকিস্তানের ক্রিকেটার সাজিদ খান হন।

Advertisement

গত বছরের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের স্পিনার। দু’টি টেস্টে তুলেছিলেন ১৯টি উইকেট। চকচকে টাক মাথা, গালে দাড়ি, লম্বা পাকানো গোঁফ দেখে অনেকেই তাঁর সঙ্গে তুলনা করছেন ভারতীয় সিনেমার বিখ্যাত চরিত্র কাটাপ্পার সঙ্গেও।

অনেকে বিকল্প কেরিয়ার ফেলে শুধুই ক্রিকেটার হওয়ার জন্য লড়াই চালিয়ে যান। সাজিদ খান কিছুটা ভিন্নপথের যাত্রী। সম্প্রতি তাঁকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, “আপনি ক্রিকেটার না হলে কী হতেন?” ৩১ বছর বয়সি ক্রিকেটার সঙ্গে সঙ্গে বলেন, “গ্যাংস্টার হতাম।” অনুষ্ঠানের সঞ্চালকও বলেন, “আপনার ব্যক্তিত্বও তো সেরকমই।”

২০২১ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক হয় সাজিদের। কিন্তু নিয়মিত হতে পারেননি। তবে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টে আগুনে ফর্মে ছিলেন। তারপর বলেছিলেন, ইংরেজরা তাঁকে ভয় পান। সাজিদের বক্তব্য, “সাদা চামড়ার ক্রিকেটারদের যদি আপনি একটু টার্ন দেন, তাহলেই ওরা চাপে পড়ে যায়। ওরা যে পরিস্থিতিতে খেলে, সেখানে গিয়ে আমরা আমরা ঘাবড়ে যাই। আবার যখন এখানে এলে ওরা ভয় পায়।” পাকিস্তানের হয়ে টেস্টে ১২ ম্যাচে ৫৯টি উইকেট আছে সাজিদের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ