সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটবিশ্বে সবচেয়ে খারাপ ফিল্ডার কারা? একবাক্যে উত্তর আসবে পাকিস্তান। ক্যাচ মিস এবং বল গলানোয় বাবর আজমদের জুড়ি মেলা ভার। কিন্তু ঠিক কতটা জঘন্য পাকিস্তানের ফিল্ডিং? পরিসংখ্যান বলছে, যতটা খারাপ ভাবা হয়, বাবর-রিজওয়ানরা তার চেয়েও খারাপ ফিল্ডিং করেন।
মোট ৪১টি আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে সমীক্ষা করেছিল এক ক্রিকেট ওয়েবসাইট। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০২৪ সালের পর গত ২০ মাসে পাকিস্তানের ফিল্ডাররা ক্যাচ ফেলার নিরিখে এবং রান আউটের নিরিখে এই ৪১ দেশের মধ্যে সবার পিছনে। বল গলানোর নিরিখে তাঁরা পিছনের দিক থেকে দু’নম্বরে। এ ক্ষেত্রে সবার শেষে ওয়েস্ট ইন্ডিজ।
সব আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে গত ২০ মাসে পাকিস্তানের ক্রিকেটারেরা ৪৮টি ক্যাচ ফেলেছেন পাক ক্রিকেটাররা। নষ্ট করেছেন ৯৮টি রান আউটের সুযোগ। অর্থাৎ সব মিলিয়ে ১৪৬টি সহজ উইকেটের সুযোগ হাতছাড়া করেছেন বাবর-রিজওয়ানরা। ফিল্ডিংয়ের সময় সহজ বল গলানোর সংখ্যা ৮৯। অর্থাৎ গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিং দুই ক্ষেত্রেই দুর্বল পাকিস্তান। যদিও ক্যাচ ধরার হারে পাক ক্রিকেটাররা খানিকটা স্বস্তিতে। গত ২০ মাসে ৮১.৪ শতাংশ ক্যাচ ধরেছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে যা ৬ নম্বরে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই বলেন, এমনিতে পাক দলের ব্যাটিং বা বোলিংয়ের মান খারাপ নয়। ফিল্ডিংয়ের মানের উন্নয়ন হলে সেরা দেশগুলির বিরুদ্ধেও লড়তে পারে পাক দল। পরিসংখ্যানও সে কথাই বলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.