Advertisement
Advertisement
Wazir Mohammed

জন্ম ভারতে, খেলেছেন পাক জার্সিতে, প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার ওয়াজির মহম্মদ

মহম্মদ পরিবারের অন্য ভাইরাও পাকিস্তান ক্রিকেটের সূচনালগ্নের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

Pakistan's Oldest Living Cricketer Wazir Mohammad Passes Away At 95
Published by: Arpan Das
  • Posted:October 13, 2025 8:52 pm
  • Updated:October 13, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াজির মহম্মদ। পাকিস্তানের সবচেয়ে প্রবীণ জীবিত ক্রিকেটার ছিলেন তিনি। ৯৫ বছর বয়সে ইংল্যান্ডের বার্মিংহ্যামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওয়াজির। পাকিস্তানের হয়ে খেললেও তাঁর জন্ম হয়েছিল অবিভক্ত ভারতে। তাঁর অন্য তিন ভাইও পাকিস্তানের হয়ে খেলেছিলেন।

Advertisement

১৯২৯ সালে অবিভক্ত ভারতের জুনাগড়ে জন্ম হয় ওয়াজিরের। যা বর্তমানে গুজরাটের অংশ। দেশভাগের সময় তাঁদের পরিবার পাকিস্তানে চলে যায়। সেখানে ওয়াজির ছাড়াও হানিফ, মুস্তাক, সাদিক ও রইস, চার ভাই ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করেন। ওয়াজির পাকিস্তানের হয়ে ১৯৫২ থেকে ১৯৫৯ সালের মধ্যে ২০টি টেস্ট ম্যাচে ৮০১ রান করেছেন, এর মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

১৯৫২ সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তান প্রথম টেস্ট খেলে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াজির। ২০১৬ সালে ইসরার আলির প্রয়াণের পর তিনিই ছিলেন পাকিস্তানের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার। অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। পরে পাকাপাকিভাবে ইংল্যান্ডে চলে যান। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি।

১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়াজিরের। দ্বিতীয় ইনিংসে লড়াকু ৪২ রান করে যান। এছাড়া ১৯৫৭-৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮৯ রান করেন। সেটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৫ ম্যাচে ৪৯৩০ রান করেছেন। গড় ৪০.৪০। ক্রিকেট নিয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার জন্য ওয়াজির ‘উইজডেন’ নামেও পরিচিত ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ