Advertisement
Advertisement
Rishabh Pant

ব্র্যাডম্যান-দ্রাবিড়-লারাদের ছোঁয়ার হাতছানি, দ্বিতীয় টেস্টে বিরাট নজিরের সামনে পন্থ

ইংল্যান্ডে পন্থের রেকর্ড খুবই ভালো।

Pant is close to touching Bradman-Dravid-Lara, facing a great precedent in the second Test

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:June 28, 2025 6:18 pm
  • Updated:June 28, 2025 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলিতে দুই ইনিংসে দু’টি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। এবার এজবাস্টনেও তাঁর সামনেও নজিরের হাতছানি। ডন ব্র্যাডম্যান, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারাদের সঙ্গে একই সারিতে বসে পড়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার উইকেটকিপারের সামনে।

২০২২ সালে এই এজবাস্টনেই মাত্র ১১১ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন পন্থ। তিনি দ্বিতীয় টেস্টে ফের একবার সেঞ্চুরি হাঁকালে ব্র্যাডম্যান, দ্রাবিড়, লারাদের পর সপ্তম বিদেশি ব্যাটার হিসাবে ইংল্যান্ডে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করবেন।

রাহুল দ্রাবিড়ই একমাত্র ভারতীয়, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ২০০২ সালের ইংল্যান্ড সিরিজে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ‘দ্য ওয়াল’। ২০২২ সালে কিউয়ি তারকা ড্যারিল মিচেল শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি শতরান হাঁকিয়েছিলেন।

ইংল্যান্ডে পন্থের রেকর্ড খুবই ভালো। ১৯ ইনিংসে ৪২.৫২ গড়ে ৮০৮ রান করেছেন তিনি। এর মধ্যে চারটি শতরান এবং দু’টি অর্ধশতক। ঘটনাচক্রে ২০২২ সালে এজবাস্টনে পন্থ ঝোড়ো সেঞ্চুরি করলেও টেস্ট জিততে পারেনি ভারত। সেই পন্থ কি পারবেন, এজবাস্টনে সেঞ্চুরি করে ‘বিলেতে’র মাটিতে নজির গড়ে ভারতকে টেস্ট জয়ের স্বাদ দিতে? উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পরপর দু’টো ইনিংসে ১০০ করার রেকর্ড পন্থের। এর আগে ১৯৯৫ সালে জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। পন্থ প্রথম ভারতীয় ব্যাটার, যিনি ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। তাছাড়াও তিনি ভেঙেছেন মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement