সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল করছেন, উইকেট তুলছেন, আবার উড়ে গিয়ে ক্যাচও ধরছেন। সবটা মিলিয়েই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে নিজের বলেই যে ক্যাচটা তিনি ধরলেন, তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। ভাইরাল কামিন্সের ক্যাচ ধরার ভিডিও।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের নবম ওভারে। প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২৮৬। বিউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি হাফসেঞ্চুরি করেন। ৪ উইকেট তোলেন আলজারি জোসেফ। জবাবে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন হ্যাজেলউড। নবম ওভারে ব্যাট করছিলেন কেসি কার্টি। কামিন্সের বল তাঁর ব্যাটে ও প্যাডে লেগে আকাশে ওঠে। তবে সেই জায়গায় কোনও প্লেয়ার ছিল না।
তাতে কী? কামিন্স রয়েছেন তো! বোলিংয়ের ফলো থ্রু সামলে ছুটে যান। বল যখন নামছে, তখন প্রায় সুপারম্যানের মতো উড়ে যান। বল মাটিতে পড়ার ঠিক আগে কামিন্সের হাত পৌঁছে যায়। গোটা ঘটনা এত দ্রুত ঘটে যায় যে, ধারাভাষ্যকাররাও অবাক হয়ে যান। তবে, ক্যাচটি আদৌ হয়েছে, নাকি বল মাটিতে লেগেছে, তার জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। দেখা যায়, কামিন্স ক্যাচটা ঠিকভাবেই ধরেছেন।
যা দেখে, ক্রিকেটভক্তরা বলছেন, ‘এটা এই দশকের সেরা ক্যাচ।’। আবার অনেকে লিখছেন, ‘একেই বলে অ্যাথলিট’। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৫৩ রানে। কামিন্স তোলেন দুটি উইকেট। ব্র্যান্ডন কিং করেন ৭৫ রান। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে করেছে ১২ রান।
Catch of the decade. No debate. 🔥🧤
Pat Cummins just redefined reflex and reach!— प्रधान पति 🔥 (@itssonuyard)
A SPECTACULAR CATCH OFF HIS OWN BOWLING BY PAT CUMMINS. 🥶
— Praveen kumar (@Naninaidu98)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.