সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটাররা। তবে ভারতের হেড কোচ গৌতম গম্ভীররা দেশ ছাড়বেন সন্ধ্যাবেলা। বহুদিন পর বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে রো-কো’র। যা নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তার মধ্যে অজি অধিনায়ক প্যাট কামিন্সের মনে হচ্ছে, এটাই দুই তারকার শেষ অস্ট্রেলিয়া সফর।
নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে মহাতারকার ছড়াছড়ি। রোহিত-বিরাটরা তো ছিলেনই, পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ-সহ অনেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিলেন। সাপোর্ট স্টাফদের কয়েকজনও ছিলেন। প্রচুর ভক্ত জড়ো হন বিমানবন্দরে।
১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। যা নিয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বলছেন, “গত ১৫ বছরে ভারত যতবার সফরে এসেছে, ততবার রোহিত-বিরাটরা এসেছেন। ফলে এটাই সম্ভবত শেষবার যে অস্ট্রেলিয়ার জনতা দুজনকে এখানে খেলতে দেখবে। ওরা দুজনেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। যখনই ওরা এখানে খেলেছে, ততবার সমর্থকরা ওদের পাশে থেকেছেন।” কামিন্স অবশ্য চোটের জন্য খেলতে পারছেন না এই সিরিজে। সেটা নিয়ে আফসোসও আছে। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
Virat Kohli with Team India at Airport left for Australia.
— Virat Kohli Fan Club (@Trend_VKohli)
— Ro³ (@45__rohan)
উল্লেখ্য অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। অজিভূমে ওয়ানডে’তে প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে গিলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.