Advertisement
Advertisement
Kapil Dev

‘ক্রিকেটে মন দাও’, হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে তুলোধোনা কপিলের

আর কী বলেছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক?

'Pay attention to cricket', Kapil slams Pakistan over handshake controversy
Published by: Prasenjit Dutta
  • Posted:September 18, 2025 4:50 pm
  • Updated:September 18, 2025 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে না জড়িয়ে নিজেদের খেলায় মন দিক পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে নামার আগে পাকিস্তানকে এ কথা মনে করিয়ে দিলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে মুখ পুড়েছে পাকিস্তানের। তা সত্ত্বেও আরব আমিরশাহীর বিরুদ্ধে নামার আগে আইসিসি’র তরফে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের দাবি খারিজে ‘গোঁসা’ হয়েছিল পাকিস্তানের। এরপর বাচ্চাদের মতো খেলব না খেলব না করে অবশেষে একঘণ্টা পর মাঠে নামে পাক দল।

Advertisement

এমন ঘটনার পর কপিল বলেন, “এগুলো নিতান্তই ছোটখাটো ব্যাপার। ওদের ক্রিকেটে মন দেওয়া উচিত। কেউ যদি হাত মেলাতে না চায়, তাহলে সেটা নিয়ে বড় ইস্যু বানানোর দরকার নেই। এটা নিয়ে ভুল মন্তব্য করাটাও ঠিক নয়। কিছু কিছু ক্রিকেটার এমন এসব নিয়ে বিতর্কিত মন্তব্য করছে।”

কপিল আরও বলেন, “পাকিস্তান মোটেও ভালো ক্রিকেট খেলছে না। এটা নিয়ে ওদের ভাবা উচিত। কেউ করমর্দন করবে নাকি আলিঙ্গন করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।” পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকী পাকিস্তানকে হারানোর পরেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের।

পাকিস্তান ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেছিলেন, “কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। আমার মনে হয় স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।” সেই ঘটনার রেশ এখনও কমেনি। এবার কপিল দেব পাকিস্তান দলকে বিতর্কে না জড়িয়ে খেলায় মন দেওয়ার কথা বললেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement