Advertisement
Advertisement

Breaking News

Pakistan

বয়কটের সিদ্ধান্ত থেকে ‘ডিগবাজি’ খেয়ে কেন মাঠে নামল পাকিস্তান? সাফাই PCB প্রধানের

এক ঘণ্টা দেরিতে এসে এশিয়া কাপের ম্যাচ খেলতে নেমেছেন শাহিন আফ্রিদিরা।

PCB chairman Mohsin Naqvi explains why Pakistan refused to boycott

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 18, 2025 12:06 am
  • Updated:September 18, 2025 12:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়কটের হুঁশিয়ারি দিয়ে মাঠে আসেনি পাকিস্তান। শেষ পর্যন্ত এক ঘণ্টা দেরিতে এসে এশিয়া কাপের ম্যাচ খেলতে নেমেছেন শাহিন আফ্রিদিরা। কিন্তু বয়কটের সিদ্ধান্ত আচমকা কেন বদলাল পাকিস্তান? কেন নিজেদের অবস্থান থেকে সরে এল পাক বোর্ড? সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলা শুরুর পর এই ইস্যুতে মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

বুধবার ম্যাচের আগে পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। জানা গিয়েছে, পাক অধিনায়ক সলমন আলি আঘার সামনেই তিনি ক্ষমাপ্রার্থনা করেন। ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন বলে জানান ম্যাচ রেফারি। ওই ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ উঠেছে তাতে তদন্ত করবে বলেও জানিয়েছে আইসিসি। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক।

পরে নকভি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “কিছুক্ষণ আগেই আমাদের দলের কোচ, ক্যাপ্টেন এবং ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন ম্যাচ রেফারি। হ্যান্ডশেক নিয়ে এমনটা হওয়া উচিত হয়নি বলেই মেনে নিয়েছেন তিনি। আমরা মনে করি রাজনীতি আর খেলা একসঙ্গে চলতে পারে না। তাই এসব থেকে ক্রিকেটকে দূরে রাখতে অনুরোধ করছি।” নকভি আরও জানান, যদি সলমনরা এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত নিতেন তাহলে পাক প্রধানমন্ত্রী এবং পাক সরকারের সমর্থন তাঁদের জন্য থাকত।

উল্লেখ্য, পাইক্রফটকে ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত রবিবারের ভারত-পাক ম্যাচে। রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ