Advertisement
Advertisement
India-Pakistan

লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় না ধাওয়ানদের, ‘অপমানিত’ পিসিবি নিল বড় সিদ্ধান্ত!

ধাওয়ানদের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের পরই তারই নড়েচড়ে বসল পিসিবি।

PCB Takes Stunning Decision After India refused to play against Pakistan In WCL 2025
Published by: Sulaya Singha
  • Posted:August 2, 2025 10:16 am
  • Updated:August 2, 2025 10:16 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে সন্ত্রাস আর খেলা সমান্তরাল ভাবে চলতে পারে না। সাফ বুঝিয়ে দিয়েছেন যুবরাজ সিংরা। যে কারণে পাকিস্তানের সঙ্গে বিশ্ব লেজেন্ডস চ্য়াম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে রাজি হননি তাঁরা। কথামতোই নাম প্রত্যাহার করেন শিখর ধাওয়ানরা। আর এই ঘটনার পরই বড়সড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, আগামিদিনে কোনও প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না।

Advertisement

সূচি অনুযায়ী ব্রিটেনে আয়োজিত লেজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ছিল ৩১ জুলাই। যেখানে পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়নি যুবরাজদের ভারতীয় দল। ফলে বিনাযুদ্ধে সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে ভারতের এহেন সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ করছে পিসিবি। খবর এমনটাই। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বোর্ডের কর্তারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রাইভেট লিগে পাক দল অংশ নেয়, সেখানে কোনওভাবেই আর দেশের নাম অর্থাৎ ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা যাবে না। অন্য নাম নিয়ে খেলতে হবে দলকে।

চলতি লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলায় আপত্তি দেখিয়েছে ভারত। প্রথমে গ্রুপ পর্বে, পরে সেমিফাইনালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিখর ধাওয়ান সাফ জানিয়ে দিয়েছিলেন, সেমিফাইনাল হোক বা ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত বদল হবে না। ধাওয়ানদের এমন দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের পরই তারই নড়েচড়ে বসল পিসিবি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল দু’বার খেলতে রাজি না হওয়ায় ‘পাকিস্তান’ নামটিরও অপমান হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে নামটি ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও ফ্র্যাঞ্চাইজি তা ব্যবহারের চেষ্টা করলে আইনি পদক্ষেপও করা হবে বলে খবর। তবে আজ শনিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান চ্যাম্পিয়ন্স নাম নিয়েই ফাইনালের লড়াইয়ে নামবে দল।

এখনও পর্যন্ত যা খবর, আসন্ন এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে বিসিসিআই পাকিস্তানকে ‘বয়কটে’র রাস্তায় হাঁটতে পারেনি। কিন্তু ধাওয়ানরা বুঝিয়ে দিয়েছেন, সবার আগে দেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ