ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ আদৌ এবছর হবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। চলতি বছর সেপ্টেম্বরে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে এশিয়া কাপের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। কারণ, পাকিস্তান ভারতে এসে খেলুক, এ ব্যাপারে এখনও কোনও সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, এশিয়া কাপ না হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি’র বার্ষিক বাজেট অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে তাদের মোট আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৮.৮ বিলিয়ন পাকিস্তানি রুপি। ভারতীয় মুদ্রায় যা ৫৬৮ কোটিরও বেশি। এর মধ্যে শুধু আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে পিসিবি’র অংশ হিসেবে ধরা হয়েছে প্রায় ৮.৮ বিলিয়ন রুপি। ভারতীয় মুদ্রায় যা ২৬৫ কোটি টাকারও বেশি।
যদিও পিসিবি’র বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আইসিসি থেকে ২৫.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭.৭ বিলিয়ন রুপি) পাওয়ার আশায় রয়েছে তারা। একই সঙ্গে এশিয়া কাপ হলে সেখান থেকে পাকিস্তানের আয় হবে ১.১৬ বিলিয়ন রুপি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ কোটি টাকা। তাছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সিরিজ থেকে ৭.৭৭ মিলিয়ন রুপি আয় হওয়ার কথা পিসিবি’র।
২৪ জুলাই ঢাকায় মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়া কাপে অংশগ্রহণকারী সবক’টি দেশের বোর্ডের। ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই বৈঠক করতে গিয়ে বেশ প্রতিবন্ধকতার মুখে পড়েছে পিসিবি। ভারত-সহ শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক প্রতিনিধি পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে। সেই কারণেই প্রশ্ন উঠছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত করতে পারবে? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এশিয়া কাপ নিয়ে জট কবে কাটবে, তা নিয়ে ধোঁয়াশা। আর এই প্রতিযোগিতা শেষমেশ বাতিল হয়ে গেলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.