Advertisement
Advertisement
Amit Shah

‘পারফেক্ট স্ট্রাইক!’ মহিলা বিশ্বকাপে ভারতের পাক-বধে শাহী বার্তা, ‘সার্জিকালের’ গন্ধ পাচ্ছেন নেটিজেনরা

সূর্যদের এশিয়া কাপ জয়ে মোদির বার্তা ছিল, 'খেলার মাঠে অপারেশন সিঁদুর'।

‘Perfect strike': Amit Shah as India crushes Pakistan in Women’s World Cup clash
Published by: Arpan Das
  • Posted:October 6, 2025 11:49 am
  • Updated:October 6, 2025 11:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই হোক কিংবা কলম্বো। টুর্নামেন্ট বদলে যায়। কুশীলবও এক থাকে না। কিন্তু খেলার ফলাফল এক থাকে। সূর্যকুমারদের জায়গায় এখানে হরমনপ্রীতরা। বিশ্বকাপের মঞ্চে তাঁরা নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু বাইশ গজে ওয়াঘার দু’পারের দুই দেশের দ্বন্দ্ব ফের জিতল ভারতীয় মহিলা দল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পারফেক্ট স্ট্রাইক!’ যা দেখে অনেকেই ‘সার্জিকাল স্ট্রাইকে’র গন্ধ পাচ্ছেন।

Advertisement

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে ১৫৯ রানে। ভারত জয়ী ৮৮ রানে। মহিলাদের ভারত-পাক দ্বৈরথে ‘উইমেন ইন ব্লু’রা ১২-০ ব্যবধানে এগিয়ে গেল। তারপর শাহী বার্তা, ‘পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা দল আধিপত্য দেখিয়ে জিতেছে। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা।’ লক্ষ্যণীয়, অমিত শাহের বার্তায় কোথাও পাকিস্তান শব্দটির উল্লেখ করেননি।

তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাক ম্যাচ মানেই তা ‘যুদ্ধের’ রূপ নিয়েছে। সার্জিকাল স্ট্রাইক, অপারেশন সিঁদুর, এই শব্দগুলো ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে। শাহী বার্তার পর অনেকেই ‘পারফেক্ট স্ট্রাইকে’র সঙ্গে ‘সার্জিকাল স্ট্রাইক’ শব্দের মিল খুঁজে পাচ্ছেন। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় একাধিক ভারতীয় নারীর সিঁথির সিঁদুর মুছেছিল। যুদ্ধের ময়দানে তার বদলাও নিয়েছিল ভারত। খেলার মাঠে দেবীপক্ষে প্রতিশোধ নিয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। পাক-বধের হ্যাটট্রিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।

তারপর এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত টুইট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছিলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল… ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই।’ মহিলাদের জয়ের পর তিনি টুইট করেননি। তবে এবার বার্তা দিলেন অমিত শাহ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ