সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর প্লে অফে উঠতে পারেনি দুই দলের কেউই। এবার এলিমিনেটরে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে যেকোনও এক দলের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যাবে শুক্রবারই। মহাদ্বৈরথের আগে একনজরে দেখে নেওয়া যাক প্লে অফে দুই দলের অতীত পারফরম্যান্স কেমন?
আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। অতীতে প্লে অফে ১০ বার উঠেছে রোহিত শর্মার দল। মোট ২০ ম্যাচ খেলে ১৩টিতেই জিতেছে মুম্বই। টুর্নামেন্টের নক আউট পর্বে গিয়ে মাত্র ৭টি ম্যাচে হারতে হয়েছে। অর্থাৎ হারের তুলনায় জয়ের সংখ্যা প্রায় দ্বিগুণ। ফাইনালে উঠে গেলে কার্যত অপ্রতিরোধ্য মুম্বই। পাঁচটি আইপিএল ট্রফিই বোঝায়, গ্রুপ পর্বের বেড়া টপকে গেলে কতখানি ভয়ংকর হয়ে ওঠে নীল জার্সিধারীরা।
অন্যদিকে নতুন দল হলেও আইপিএল প্লে অফে বেশ ভালো রেকর্ড গুজরাট টাইটান্সের। প্রথমবার আইপিএল খেলতে নেমেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ট্রফি জিতেছিল গুজরাট। ২০২৩ সালেও ফাইনালে উঠেছিল গুজরাট, কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয় তাদের। সবমিলিয়ে প্লে অফে ৬টি ম্যাচ খেলেছে গুজরাট। তার মধ্যে তিনটি ম্যাচে জয় এবং তিনটিতে হেরেছে তারা। অতীতে মুম্বইয়ের বিরুদ্ধে প্লে অফে একবারই খেলেছে গুজরাট। ২০২৩ আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৬২ রানে জেতেন শুভমান গিলরা।
আইপিএল প্লে অফে রেকর্ড
মুম্বই ইন্ডিয়ান্স
অতীতে প্লে অফে ১০ বার
মোট ম্যাচ ২০
জয় ১৩
হার ৭
সেরা পারফরম্যান্স- পাঁচবার চ্যাম্পিয়ন
গুজরাট টাইটান্স
অতীতে প্লে অফে ২ বার
মোট ম্যাচ ৬
জয় ৩
হার ৩
সেরা পারফরম্যান্স- চ্যাম্পিয়ন (২০২২)
প্লে অফে মুখোমুখি: ২০২৩ দ্বিতীয় কোয়ালিফায়ার (৬২ রানে হার মুম্বইয়ের)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.