Advertisement
Advertisement
PM Modi

‘তোমার ব্যাটিংয়ে শান্তি পেয়েছিল ক্রিকেট…’, অবসর নেওয়ার পর পূজারাকে খোলা চিঠি মোদির

গত রবিবার সবধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চেতেশ্বর পূজারা।

PM Modi writes to Cheteshwar Pujara after announcing retirement
Published by: Anwesha Adhikary
  • Posted:August 31, 2025 5:01 pm
  • Updated:August 31, 2025 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবার সবধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চেতেশ্বর পূজারা। তার কয়েকদিন পরে সদ্যপ্রাক্তন ক্রিকেটারকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসাধারণ কেরিয়ারের জন্য পূজারাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়েছেন, ছোট ফরম্যাটের রমরমার যুগেও দীর্ঘতম ক্রিকেটের সৌন্দর্য্য মনে করিয়ে দিতেন পূজারা।

Advertisement

৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। সদ্য বাদ পড়েছেন দলীপ ট্রফির দল থেকেও। সেই হতাশাতেই সম্ভবত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটার।

রাহুল দ্রাবিড়ের পর সনাতনী টেস্ট ব্যাটিংয়ের ধারা যিনি বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন তিনি হলেন চেতেশ্বর পূজারা। তাঁর অসীম ধৈর্য, চাপের মুখে অটুট থেকে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা প্রায় এক দশক ভারতীয় ক্রিকেটের সম্পদ হিসাবে কাজ করেছে। দেশে-বিদেশে সমানভাবে সাফল্য পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। দেশে-বিদেশে ভারতের একাধিক স্মরণীয় টেস্ট জয়ের শরিকও থেকেছেন পূজারা।

তাঁর বর্ণময় কেরিয়ারকে কুর্নিশ জানিয়েই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। আবেগঘন চিঠিতে মোদির বার্তা, ‘তোমার কেরিয়ারে অনেক ম্যাচ জিতেছ, অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনও সংখ্যা দিয়ে মাপা যায় না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও একইভাবে খেলেছ তুমি। আশা করি আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে তুমি, অনুপ্রেরণা যোগাবে তরুণদের।’ ইনস্টাগ্রামে মোদির চিঠির ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পূজারা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement