Advertisement
Advertisement
Asia Cup

হ্যান্ডশেক না করে আইসিসির আচরণবিধি লঙ্ঘন! কী শাস্তি হতে পারে টিম ইন্ডিয়ার?

পরের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান।

Possible punishment for India team for handshake controversy in Asia Cup
Published by: Anwesha Adhikary
  • Posted:September 15, 2025 7:29 pm
  • Updated:September 15, 2025 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। রবিবার ম্যাচ শেষ হওয়ার পর পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এহেন আচরণের বিরুদ্ধে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি। এমনকী দাবি পূরণ না হলে পরের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছে। কিন্তু হাত না মেলানোর জেরে টিম ইন্ডিয়া কি শাস্তির মুখে পড়বে? কী বলছে আইসিসির নিয়ম?

Advertisement

রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ পাক বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না, আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না। তা সত্ত্বেও হাত না মিলিয়েই মাঠ ছাড়েন সূর্যরা।

ভারতীয়দের এই আচরণে ক্ষুব্ধ হয়ে এবার এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলোয়াড় সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হল।’ কেবল ভারতীয় দল নয়, পাইক্রফটের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে না পাকিস্তান।

আইসিসির কোড অফ কন্ডাক্টের প্রস্তাবনা অনুযায়ী, বিপক্ষ জিতলে তাকে শুভেচ্ছা জানাতে হবে। ম্যাচের শেষে অফিশিয়াল এবং বিপক্ষকে ধন্যবাদ জানাতে হবে। এই বিষয়গুলি কোনও দল যদি পালন না করে তাহলে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.১.১ ধারায় সেটা লেভেল ওয়ান অপরাধ হবে। ক্রিকেট স্পিরিটের পরিপন্থী হিসাবে গণিত হবে এই আচরণ। তবে এই ধরনের ঘটনায় সাধারণত আর্থিক জরিমানা করা হয় অধিনায়ককে, সেটাও খুব বড় অঙ্কের নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement