সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যেত। কিন্তু ‘ভুল আম্পায়রিং’য়ের জন্য সেই সুযোগ পাঞ্জাবের হাতছাড়া হয়েছে, এমনটাই অভিযোগ দলের মালকিন প্রীতি জিন্টার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলি অভিনেত্রীর ক্ষোভ, ন্যায্য ওভার বাউন্ডারি দেওয়া হয়নি পাঞ্জাবকে। প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভুল আম্পায়ারিং হল, প্রশ্ন তুলেছেন প্রীতি।
বিতর্কের সূত্রপাত শনিবার দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ ঘিরে। ওই ম্যাচে প্রথম ব্যাট করতে নামে শ্রেয়স আইয়ারের দল। ১৫ তম ওভারে মোহিত শর্মার ডেলিভারিতে বড় শট মারেন পাঞ্জাব ব্যাটার শশাঙ্ক সিং। বাউন্ডারি লাইনে থাকা করুণ নায়ার ক্যাচ ধরে ফেলেন। তারপর বাউন্ডারি লাইনের ভিতরে বলটি ফেলে দেন। ইশারা করে জানান, ক্যাচ ধরার সময়ে বাউন্ডারি রোপে তাঁর পা লেগে গিয়েছিল। তাই ওভার বাউন্ডারি হওয়া উচিত।
কিন্তু করুণের ক্যাচের ভিডিও ফুটেজ দীর্ঘক্ষণ ধরে দেখেন তৃতীয় আম্পায়ার। ভিডিও দেখে তিনি সিদ্ধান্ত নেন, ক্যাচ ধরার সময়ে করুণের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেনি। তাই ৬ রানের পরিবর্তে একটি রান দেওয়া হয় ব্যাটারকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২০৬ রান তোলে পাঞ্জাব। তিন বল বাকি থাকতে সেই টার্গেট তাড়া করে জিতে যায় দিল্লি। প্লে অফে উঠতে না পারলেও এবারের আইপিএলের শেষ ম্যাচ জিতে অভিযান শেষ করলেন কে এল রাহুলরা।
ম্যাচ শেষে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রীতি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এত হাই প্রোফাইল টুর্নামেন্ট, এত প্রযুক্তি, তা সত্ত্বেও ভুল করছেন তৃতীয় আম্পায়ার? এরকম ভুল একেবারেই মেনে নেওয়া যায় না। এমনটা হওয়া উচিত ছিল না। ম্যাচের পর আমি করুণের সঙ্গে কথা বলেছি, ও তখনও আমাকে বলেছে সেই সময় ওভার বাউন্ডারি দেওয়া উচিত ছিল। ব্যস আমার আর কিছু বলার নেই।’ উল্লেখ্য, পাঞ্জাবের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.