Advertisement
Advertisement
Sai Sudharsan

আইপিএলের আগেই শুরু ইংল্যান্ড সফরের প্রস্তুতি! টেস্ট অভিষেকে মুখিয়ে সুদর্শন

ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কী বললেন তরুণ ক্রিকেটার?

Preparations for England tour begin before IPL! Sai Sudharsan looks forward to Test debut

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 31, 2025 6:51 pm
  • Updated:May 31, 2025 6:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের আইপিএল কেটেছে তাঁর। ১৫ ম্যাচে ৭৫৯ রান করে কমলা টুপির লড়াইয়ে শীর্ষে রয়েছেন সাই সুদর্শন। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে তাঁর দল গুজরাট টাইটান্স আইপিএল থেকে ছিটকে গিয়েছে। এই হতাশার মাঝেও ২৩ বছরের এই ক্রিকেটারের চোখ সামনের দিকে। তাঁর ভাবনায় এখন থেকেই ঢুকে গিয়েছে ইংল্যান্ড সিরিজ। সেখানে ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

Advertisement

লিডসে প্রথম টেস্টের আগে ৬ জুন থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে মাঠে নামতে চলেছেন সাই। তার আগে তিনি বলেছেন, “দেশের হয়ে খেলার জন্য সকলেই মুখিয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম নই। তবে, ভারতীয় দলে সুযোগ পাবার কথা ভেবে আলাদা করে কিছু করিনি। প্রস্তুতি শুরু করেছিলাম গোটা মরশুমের কথা ভেবে। যেভাবে তৈরি হয়েছিলাম, সেই অনুযায়ীই খেলার চেষ্টা করেছি।”

তাঁর সংযোজন, “এটা সম্পূর্ণ মানসিকতার ব্যাপার। দীর্ঘ তিন মাস ধরে সাদা বলের টুর্নামেন্টের পর আমার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন এসেছে। প্রাথমিক জায়গাগুলোর উপর মনোযোগী হওয়া সবার আগে দরকার। এর জন্য আরও পরিশ্রম করতে হবে। এটাই আমার লক্ষ্য। দেশের জন্য সব সময় নিজের সেরাটাই দিতে চাই।”

সাই সুদর্শনের কাউন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে। কাউন্টি ক্রিকেট তাঁর ব্যাটিংয়ের উন্নতিতে সাহায্য করেছে বলে মনে করেন এই বাঁ-হাতি ক্রিকেটার। তাঁর কথায়, “কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। এখানে খেলেই টেকনিক উন্নতি ঘটেছে। এখানে খেলে যা শিখেছি, তা ইংল্যান্ডে কাজে লাগবে বলেই আশা করি।” তাঁকে কি টেস্ট দলে অভিষেক করতে দেখা যাবে? আপাতত এই উত্তর পাওয়ার জন্য ২০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ