Advertisement
Advertisement
Prithvi Shaw

১০০ টাকা জরিমানা পৃথ্বীর, ২ বছর পুরনো শ্লীলতাহানির ঘটনায় আদালতের কোপে তারকা ক্রিকেটার

পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল।

Prithvi Shaw Fined INR 100 For Failing To Submit Reply In Sapna Gill's case

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 10, 2025 2:43 pm
  • Updated:September 10, 2025 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানি সংক্রান্ত পুরনো মামলায় ১০০ টাকা জরিমানা হল পৃথ্বী শ’র। ২০২৩-এ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। বিষয়টা আদালতেও গড়ায়। আর সেই মামলায় ১০০ টাকা জরিমানা করেছে দিনদোশী দায়রা আদালত।

Advertisement

ওই শ্লীলতাহানির মামলায় পৃথ্বীর থেকে জবাব তলব করেছিল আদালত। কিন্তু ভারতীয় ক্রিকেটার তার কোনও উত্তরই দেয়নি। সেই কারণে তাঁকে আরেকবার উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গিলের আইনজীবী আলি কাশিফ খান দাবি করেছেন পৃথ্বী আদালতের সমন বারবার এড়িয়ে যাচ্ছেন। তিনি আদালতে বলেছেন, “পৃথ্বীকে বহুবার তলব করা হয়েছে। কিন্তু প্রতিবারই পৃথ্বী কেসটাকে এইভাবে এড়িয়ে যাচ্ছে।”

প্রসঙ্গত, ২০২৩ সালে পৃথ্বী ও তাঁর বন্ধুকে হেনস্তার অভিযোগ ওঠে স্বপ্নার বিরুদ্ধে। একটি সেলফির আবেদনকে কেন্দ্র করে নাকি তিনি গাড়ির কাঁচ ভেঙে দিয়ে লাঠি হাতে পৃথ্বীর উপর চড়াও হয়েছেন, এমনও ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তারপরেই পৃথ্বীর বন্ধুর অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বপ্না-সহ আটজনকে। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিন পান স্বপ্না। তারপরেই ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ২০২৪-এ এপ্রিলে দিনদোশী সেশনস কোর্টে ফৌজদারি তদন্তের আবেদন করেন গিল। পৃথ্বীর বিরুদ্ধে জেলা দায়রা আদালত পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে রাজি হয়নি। শুধু পুলিশকে প্রাথমিক তদন্ত করতে বলা হয়েছিল।

উল্লেখ্য, একটা সময় ভারতীয় ক্রিকেটের সম্ভাবনাময় মুখ হিসেবে ধরা হত পৃথ্বীকে। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। মহারাষ্ট্রের জার্সিতে দুরন্ত পারফর্ম করে কামব্যাকের রাস্তা খুলে রাখছেন পৃথ্বী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement