ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেকেই তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১৩৪ রান। একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। তাঁকে রবি শাস্ত্রী বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। জাতীয় দলে তো সুযোগ মেলেই না। আইপিএলেও থেকে যান আনসোল্ড। এহেন পৃথ্বী জানিয়েছেন, কঠিন সময়ে তিনি ঋষভ পন্থ ছাড়া আর কাউকে পাশে পাননি। তাছাড়াও আত্মসমালোচনাও করেন তিনি।
সংবাদমাধ্যমকে ২৫ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, “আমার কিছু খারাপ কিছু ঘটলে যোগাযোগ করে ঋষভ পন্থ। কঠিন সময় ওকেই একমাত্র পাশে পেয়েছি।” তাছাড়া সঙ্গদোষের কারণে ক্রিকেট থেকে মনোযোগ অনেকটা সরে গিয়েছিল বলেও তিনি জানান। পৃথ্বীর কথায়, “জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে কম সময় দিতে শুরু করেছিলাম। আমি একটা সময় অনেকটা সময় অনুশীলন করতাম। নেটে ৩-৪ ঘণ্টা ব্যাট করতাম। ব্যাটিং করতে আমার কখনও ক্লান্তি লাগত না। অর্ধেক দিন মাঠেই থাকতাম। কিন্তু আমি মনে করি, আমার মনোযোগ সরে গিয়েছিল।”
পৃথ্বী স্বীকার করেছেন, খারাপ সঙ্গে মিশে তাঁর ক্রিকেট থেকে মনোযোগ দূরে সরে গিয়েছিল। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, “যা প্রয়োজন ছিল না, সেটাকেই প্রয়োজনীয় বলে ভাবতে শুরু করি। কিছু ভুল বন্ধুও তৈরি করি। তখন তো আমি চর্চায় ছিলাম। সেখান থেকে বন্ধুত্বও হয়। তারপর ওরা আমাকে এখানে সেখানে নিয়ে যায়। আর আমিও ক্রমশ ক্রিকেট থেকে দূরে সরে যাই। সঙ্গদোষেই বিগড়ে গিয়েছি। একটা সময় আমি ৮ ঘণ্টা অনুশীলন করতাম। এখন সেটা ৪ ঘণ্টায় নেমে এসেছে।”
এদিকে আসন্ন ঘরোয়া মরশুমের আগে জানা গিয়েছে, দল বদলাতে চলেছেন পৃথ্বী। মুম্বইয়ের হয়ে আর খেলতে চান না তিনি। অন্য কোনও রাজ্যের হয়ে খেলতে চান। সেই জন্য মুম্বই ক্রিকেট সংস্থার থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও চেয়েছেন। সূত্রের খবর, অন্য দু-তিনটি রাজ্য দলের থেকে প্রস্তাবও পেয়েছেন পৃথ্বী। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। এখানেই শেষ নয়, বাদ পড়েছিলেন মুম্বইয়ের বিজয় হাজারে দল থেকেও। আর এই আবহে তিনি আত্মসমালোচনা করলেন। বোঝাই যাচ্ছে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাইছেন পৃথ্বী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.