Advertisement
Advertisement
Prithvi Shaw

অবশেষে ক্রিকেটে প্রত্যাবর্তন! মহারাষ্ট্রের হয়ে অভিষেকের পথে পৃথ্বী

তাঁর ফর্মে ফেরার নেপথ্যে কোন কারণ?

Prithvi Shaw on track to make debut for Maharashtra

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 14, 2025 6:57 pm
  • Updated:August 14, 2025 6:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১৩৪ রান। একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। রবি শাস্ত্রী পর্যন্ত বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। জাতীয় দলে তো সুযোগ মেলেই না। আইপিএলেও থেকে যান আনসোল্ড। এহেন পৃথ্বী এবার বুচি বাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে অভিষেক ঘটাতে চলেছেন।

Advertisement

পৃথ্বী শ মহারাষ্ট্রের হয়ে প্রথমবারের মতো খেলতে প্রস্তুত। তাঁকে অল ইন্ডিয়া বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দলে রাখা হয়েছে। গত ঘরোয়া মরশুমের বেশিরভাগ সময় উপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন পৃথ্বী। সেই কারণেই চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বই। যদিও পরে মুম্বই টি-টোয়েন্টি লিগে নর্থ মুম্বই প্যান্থার্সের ‘মার্কি প্লেয়ার’ হিসেবে ফর্মে ফিরেছিলেন। তাঁর এই প্রত্যাবর্তনের নেপথ্যে এটাই কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে পৃথ্বীর সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছিল। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। এমনকী বাদ পড়েছিলেন মুম্বইয়ের বিজয় হাজারে দল থেকেও। যদিও এবার বুচি বাবু টুর্নামেন্টে অঙ্কিত বাওয়ানের নেতৃত্বে খেলবেন পৃথ্বী। দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়েও মতো ক্রিকেটার। চেন্নাইয়ে ১৮ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মহারাষ্ট্র স্কোয়াড: অঙ্কিত বাওয়ানে (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, পৃথ্বী শ, সিদ্ধেশ বীর, শচীন ধাস, আরশিন কুলকার্নি, হর্ষল কেট, সিদ্ধার্থ মাত্রে, সৌরভ নাওয়ালে (উইকেটরক্ষক), মন্দার ভাণ্ডারি (উইকেটরক্ষক), রামকৃষ্ণ ঘোষ, মুকেশ ও বিদ্যুৎ চৌধুরি, প্রদীপ চৌধুরি, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরি, প্রদীপ দাধে, ভিকি অস্টওয়াল, হিতেশ ওয়ালঞ্জ, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ