Advertisement
Advertisement
ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেই বিরাট লক্ষ্মীলাভ, কত পাবে চ্যাম্পিয়ন দল?

৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির।

Prize money announced for ICC Men’s Champions Trophy 2025

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 14, 2025 2:16 pm
  • Updated:February 14, 2025 5:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হল পুরস্কারের অঙ্ক। সব মিলিয়ে আটটি দল ৫৯ কোটি টাকা পুরস্কার হিসাবে পাবে।

Advertisement

আইসিসির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। এই মুহূর্তে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে প্রায় অর্ধেক, ৯.৭২ কোটি টাকা (১.২১ মিলিয়ন মার্কিন ডলার)। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ৪.৮৭ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থান প্রাপকেরা পাবে ৩.০৪ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থান প্রাপক দল পাবে ১.২১ কোটি টাকা করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৯ লক্ষ টাকা করে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য:
চ্যাম্পিয়ন ১৯.৪৫ কোটি
রানার্স আপ ৯.৭২ কোটি
পরাজিত দুই সেমিফাইনালিস্ট ৪.৮৭ কোটি
পঞ্চম ও ষষ্ঠ স্থান ৩.০৪ কোটি
সপ্তম ও অষ্টম স্থান ১.২১ কোটি

উল্লেখ্য, ৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025)। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২০২৫-এর ১৯ ফেব্রুয়ারি। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইয়ে। বাকি দলগুলি নিজেদের ম্যাচ খেলবে পাকিস্তানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ