সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জেতালেন। আইপিএলে সেটা করলে পুরস্কার হিসাবে বড় অঙ্কের চেক দেওয়া হয়। কিন্তু পাকিস্তান সুপার লিগে মিলল অভিনব পুরস্কার। সেঞ্চুরি হাঁকানো তারকার হাতে তুলে দেওয়া হল হেয়ার ড্রায়ার! ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়। নেটিজেনদের প্রশ্ন, এরপর কি তাহলে শ্যাম্পু দেওয়া হবে ম্যাচের সেরাদের?
শনিবার পিএসএলে খেলতে নেমেছিল করাচি কিংস এবং মুলতান সুলতানস। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৩৪ রান তোলে মুলতান। সেঞ্চুরি করেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তবে বড় রান তাড়া করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন জেমস ভিন্স। মাত্র ৪৩ বলে ১০১ রান করেন। শেষে রান আউট হয়ে গেলেও অবশ্য করাচি কিংসের জয় আটকায়নি। পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ে করাচি কিংস।
ম্যাচ জেতানো ইনিংস খেলার পর জেমসকে পুরস্কার দেয় দল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘রিলায়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ইংরেজ ব্যাটারের হাতে। কিন্তু হেয়ার ড্রায়ার পুরস্কার পেয়ে রীতিমতো হতবাক জেমস। তবে শেষ পর্যন্ত পুরস্কার গ্রহণ করেন তিনি। তবে ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়। সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসাবে কেন হেয়ার ড্রায়ার দেওয়া হল, যুক্তি খুঁজে পাচ্ছেন না কেউ।
James Vince is the Dawlance Reliable Player of the Match for his game-changing performance against the Multan Sultans! 💙❤️ | |
— Karachi Kings (@KarachiKingsARY)
একের পর এক মজার কমেন্ট জমেছে ভিডিওটিতে। কেউ প্রশ্ন করছেন, ‘তাহলে কি এবার থেকে ম্যাচে ভালো খেললে শেভিং ক্রিম আর শ্যাম্পু দেওয়া হবে?’ কেউ আবার বলেছেন, ‘আগে তো এয়ার কুলার দেওয়া হত। এবার সোজা হেয়ার ড্রায়ার?’ অনেকে আবার শেয়ার করেছেন পিএসএল স্টেডিয়ামে থাকা একটি বাইকের ছবি। তাঁদের প্রশ্ন, ‘তাহলে এই বাইকটি কোন পুরস্কার হিসাবে দেওয়া হয়?’ উল্লেখ্য, নানা আজব কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে পাকিস্তান সুপার লিগ। আরও একবার হাসির খোরাক হল প্রতিবেশী দেশের লিগটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.