Advertisement
Advertisement
PSL

ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান, পিএসএলের সব ম্যাচ সরল আমিরশাহীতে

অপারেশন সিঁদুরের পর চরমে ভারত-পাকিস্তান সংঘাত।

PSL X remaining matches shifted to UAE
Published by: Sulaya Singha
  • Posted:May 9, 2025 4:18 am
  • Updated:May 9, 2025 4:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আবহে পিএসএল নিয়ে বড়সড় সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হল। পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাতে রীতিমতো কোণঠাসা পাকিস্তান। এমন আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে টুর্নামেন্ট দেশ থেকে সরিয়ে ফেলতে বাধ্য হল পিসিবি।

Advertisement

অপারেশন সিঁদুরের পর চরমে ভারত-পাকিস্তান সংঘাত। বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক হামলার ছক বানচাল করে পালটা দেয় ভারত। ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। রাত ৮টায় পিএসএলে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন। প্রথমে ম্যাচ রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। এর পর থেকেই ভয়ে কাঁপছেন পাকিস্তানে থাকা বিদেশি তারকারা। অনেকে বাড়ি ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন। এমনকী দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে দেশে ফেরানোর ব্যবস্থাও করে ফেলে বিসিবি। কিন্তু এদিনের ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টা পরই নিজেদের সিদ্ধান্তের কথা জানায় পাক বোর্ড।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি জানান, ‘আমাদের বোর্ডে সবসময় রাজনীতি আর খেলাকে আলাদা রাখতেই পছন্দ করে। কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে পিএসএলকে ভেস্তে দিতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামকে টার্গেট করেছে। তাই আমরা ঠিক করেছি, টুর্নামেন্টে বাকিগুলো আমিরশাহীতে হবে। যাতে দেশের এবং বিদেশের ক্রিকেটারদের ভারতের টার্গেট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। ক্রিকেট এবং ক্রিকেটারদের মানসিকতায় যাতে কোনও আঁচ না আছে, সেই কারণেই এমন দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অর্থাৎ যাবতীয় দায় ভারতের ঘাড়ে ঠেলেই টুর্নামেন্ট স্থানান্তরের সিদ্ধান্ত নিল পিসিবি। যদিও এখনও পর্যন্ত ভেন্যু এবং ম্যাচের দিনক্ষণ কিছু জানানো হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement