মিষ্টি দইয়ে জয়ের সেলিব্রেশন পাঞ্জাবের। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চার ম্যাচ হারের পরে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সেই জয়ের স্বাদ সব অর্থেই মিষ্টি। ইডেনে নাইটদের উড়িয়ে দেওয়ার পরে মিষ্টি দই খেয়ে জয় উদযাপন করতে দেখা গিয়েছে পাঞ্জাবের ক্রিকেটারদের। হাঁটতে হাঁটতে মিষ্টি দই খেতে দেখা গিয়েছে অর্শদীপ সিংকে।
পরিষ্কার বাংলায় অর্শদীপ বলছেন, ‘মিষ্টি দই।’ ক্রিকেটারদের দই খাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশন হিসেবে লেখা, ”আজ দি রাত, মিষ্টি দই দে না।”
২৬১ রান করে পাঞ্জাবের উপরে চাপ তৈরি করতে চেয়েছিল কেকেআর। কিন্তু ব্যাট করতে নেমে ঝড় তোলেন বেয়ারস্টো। ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। ৮ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
একের পর এক রেকর্ড হয় ইডেনে। ৪২টি ছক্কা হয় ম্যাচে। ইডেনে ম্যাচ অফসিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে গৌতম গম্ভীরকে। পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারেনকে বলতে শোনা গিয়েছে, ক্রিকেট বেসবলে পরিণত হযেছে। সবাই শুরু থেকেই চালাচ্ছেন। আর তার ফলে ২৫০-র বেশি রানও আর নিরাপদ নয়।
Ajj di raat, de naa!
— Punjab Kings (@PunjabKingsIPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.