সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব। লাগাতার বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে পাঞ্জাব কিংসের। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রীতি জিন্টার দল।
গত আইপিএলের রানার্স দল পাঞ্জাবের বন্যার্তদের সহায়তায় ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা তহবিলে দান করেছে। কেবল টাকা দিয়েই নয়, কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় পানীয় জল-সহ ত্রাণসামগ্রীও পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এ ব্যাপারে এগিয়ে এসেছে ‘টুগেদার ফর পঞ্জাব’ প্রকল্প। এর অধীনেই দুর্গতদের উদ্ধার এবং চিকিৎসার কাজ করা হচ্ছে।
রাজ্য সংস্থাগুলির প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, বন্যায় ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী ৩.৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে ১২টি জেলা ভয়াবহ দুর্যোগের কবলে পড়লেও এখন সেই সংখ্যা বেড়ে ২৩। গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পাঞ্জাব কিংস।
ফ্র্যাঞ্চাইজিটি তাদের ‘টুগেদার ফর পঞ্জাব’ প্রকল্পের অংশ হিসেবে হেমকুন্ত ফাউন্ডেশন এবং রাউন্ড টেবিল ইন্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এর পাশাপাশি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে অভিযানও শুরু করেছে তারা। তাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “পাঞ্জাব কিংস বন্যাদুর্গত মানুষ এবং পাঞ্জাবের অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে একটি অভিযানও শুরু করছে। সংগৃহীত অর্থ দ্য গ্লোবাল শিখ চ্যারিটিতে দান করা হবে।”
Together for Punjab ♥️
Punjab Kings, along with Global Sikh Foundation, is starting a fundraising campaign on Ketto to support families hit by the floods.Punjab is going through one of its toughest times, and every bit of help counts.
Let’s come together. Donate today, help…— Punjab Kings (@PunjabKingsIPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.