ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা, তার চেয়ে উত্তেজনা হ্যান্ডশেক ইস্যু নিয়ে। অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে কম নাটক করেনি পাকিস্তান। তাঁকে ম্যাচ রেফারির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও পর্যন্ত জানায় পিসিবি। তবে, আইসিসি সেই দাবি মেনে নেয়নি। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একহাত নিলেন পাকিস্তানকে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান দ্বৈরথে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন পাইক্রফট। পাকিস্তানের অভিযোগ ছিল, তাদের অধিনায়ককে সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে বাধা দেন ম্যাচ রেফারি। এ নিয়ে আইসিসিকে দু’টি ইমেল পাঠিয়েছিল পিসিবি। প্রথমে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণের অনুরোধ জানিয়েছিল। পরে পাকিস্তানের কোনও ম্যাচে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানায়। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা পাকিস্তানের দুই দাবিই পত্রপাঠ খারিজ করে।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ পাকিস্তানের সমালোচনা করে পাইক্রফটের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, ম্যাচ রেফারি তাঁর কাজ করেছেন। অশ্বিনের কথায়, “অ্যান্ডি পাইক্রফট আসলে পাকিস্তানকেই বাঁচিয়েছিলেন। ভারত ম্যাচ রেফারিকে আগেই জানিয়েছিল হাত না মেলানোর সিদ্ধান্তের কথা। সেটাই সূর্যকুমাররা অনুসরণ করেছেন। ব্যস এইটুকুই। পাকিস্তান তো ম্যাচটা হেরে গিয়েছে। তাহলে কোন মুখে ওদের এত হম্বিতম্বি? কীসের এত অভিযোগ?”
অশ্বিন আরও বলেন, “পাইক্রফট কোনও স্কুলশিক্ষক বা অধ্যক্ষও নন। তিনি সূর্যকে ডেকে কখনওই বলতে পারেন না, ‘হাত মেলাও’। এটা তো তাঁর কাজও নয়। এখানে পাইক্রফটের দোষটা ঠিক কী?” উল্লেখ্য, যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই তাঁকেই ভারত-পাকিস্তান ম্যাচে ফের একবার ম্যাচ রেফারি হিসাবে দেখা যাবে। রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে আইসিসি অ্যান্ডি পাইক্রফটকেই ম্যাচ রেফারি নির্বাচিত করল। অর্থাৎ আরও একবার পাকিস্তানের দাবি মানা হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.