Advertisement
Advertisement
R Ashwin

ক্রিকেটের জন্য দেশ ছাড়ছেন অশ্বিন! প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তির সামনে প্রাক্তন তারকা

কোথায় যাচ্ছেন অশ্বিন?

R Ashwin in talks with Cricket Australia for groundbreaking BBL stint

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 3, 2025 1:56 pm
  • Updated:September 3, 2025 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল থেকে অবসর নিয়েছেন দিনকয়েক হল। ইতিমধ্যেই নাকি ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেটা ভারতে নয়, অস্ট্রেলিয়ায়। শোনা যাচ্ছে, অজিভূমে বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে ৩৮ বছর বয়সি স্পিনারের। সেই জল্পনা সত্যি হলে, প্রথম ভারতীয় হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নাকি ইতিমধ্যেই অশ্বিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, “অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমাদের অনেক দিক থেকে লাভ হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।” অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন।

তবে বিষয়টা আদৌ সহজ হবে না। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে। অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সব ঠিকঠাক চললে মেলবোর্নের দলে খেলতে পারেন অশ্বিন। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে এদেশে অজিলিগের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে।

জল্পনা ছিল, অবসরের পর অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। কিন্তু সেই অঙ্ক এখন অনেকটাই বদলে গিয়েছে। এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া যায়নি। তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি, “জীবনে কোনও অনুশোচনা রাখতে চাই না। অবশ্যই ক্রিকেট খেলব। আমার কাছে ক্রিকেট একটি দুর্দান্ত আনন্দের উৎস।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement