ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দলের বিরুদ্ধেই আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিলেন। এবার সুর নরম করে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। সাফাই দিয়ে তাঁর মত, আসলে কোনও পক্ষই ভুল করেনি। অশ্বিন বলতে চেয়েছিলেন, আসলে শেষ বেলায় ডেওয়াল্ড ব্রেভিসকে সই করিয়ে কার্যত মাস্টারস্ট্রোক খেলেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলেই মত তারকা স্পিনারের।
চলতি বছরের আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান সিএসকে পেসার গুরজাপনীত সিং। তাঁর পরিবর্ত হিসাবে ২.২ কোটি টাকায় সই করানো হয় ব্রেভিসকে। কিন্তু অশ্বিনের দাবি, খাতায় কলমে যা উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি অর্থ ব্রেভিসকে দেওয়া হয়েছে। ইউটিউবে অশ্বিন বলেন, “পরিবর্ত হিসাবে সই করাতে গেলে বেস প্রাইসে নিতে হত। সেই কারণেই বেশ কয়েকটি দলের আগ্রহ থাকলেও তারা শেষ পর্যন্ত ব্রেভিসকে নেয়নি। এহেন পরিস্থিতিতে এজেন্টদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেটাররা অনেক সময় দাবি করেন, বাড়তি টাকা দিলে দলে আসব।” ব্রেভিসের ক্ষেত্রেও তাই হয়েছে বলে দাবি অশ্বিনের।
এই মন্তব্য ঘিরে হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। গোটা ঘটনায় বিবৃতি দিয়ে সিএসকে জানায়, নিয়মবিরুদ্ধভাবে ব্রেভিসকে সই করানো হয়নি। চেন্নাইয়ের বিবৃতি প্রকাশিত হওয়ার পরেই ফের মুখ খোলেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “আজকাল এমন অবস্থা হয়েছ যে সত্যি বললেও সেটা নিয়ে আবার ব্যাখ্যা করতে হয়। আমি বলতে চাই এখানে কারোর দোষ নেই। ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি বা প্রশাসন, কেউই ভুল নন।”
অশ্বিনের অনুরোধ, বিষয়টি এখানেই থামিয়ে দেওয়া উচিত। তাঁর মতে, ভিডিওটি বানাতে চেয়েছিলেন যেন প্রমাণ করা যায় যে ব্রেভিসকে দলে নেওয়াটা সিএসকের কত বড় মাস্টারস্ট্রোক। চোটের কারণে বদলি ক্রিকেটার নেওয়ার নিয়মের প্রশংসাই তাঁর উদ্দেশ্য ছিল। সাফাই দিতে গিয়ে আরসিবির প্রসঙ্গও টানেন অশ্বিন। তাঁর কথায়, “আরসিবি চোটের পরিবর্ত হিসাবে ক্রিস গেইলকে দলে নিয়েছিল। তিনি তারপর সুপারস্টার হয়ে গিয়েছেন।” তবে অশ্বিনের সাফাইয়ের পর কি বিতর্ক থামবে চেন্নাইকে ঘিরে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.