সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টাসের ম্যাচে আরসিবির অস্থায়ী অধিনায়ক জিতেশ শর্মাকে ‘মানকাডিং’ আউট করেছিলেন লখনউয়ের বোলার দিগ্বেশ রাঠি। আম্পায়ারের কাছে আবেদনও করেন রাঠি। কিন্তু লখনউ অধিনায়ক ঋষভ পন্থ সেই আবেদন ফিরিয়ে নেন। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রবিচন্দ্রন অশ্বিন।
তিনি ঋষভকে একহাত নিয়ে বলেছেন, “ঋষভ প্রকাশ্যে অপমান করেছে দিগ্বেশকে।” অশ্বিন নিজে এই আউটের পক্ষে। বহুবার সওয়ালও করেছেন। ঋষভের এই সিদ্ধান্ত তাঁর মোটেই পছন্দ হয়নি। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, “একজন অধিনায়কের কাজ হল তার ক্রিকেটারের পাশে থাকা। দলের কাউকে ছোট করার অধিকার অধিনায়কের নেই। আবেদন ফিরিয়ে নেওয়ার হলে আগেই নিতে পারত। আমি জানি না, ওরা দলের মধ্যে এই বিষয়টি নিয়ে কোনও আলোচনা করেছিল কিনা। কিন্তু কোটি কোটি মানুষের সামনে দিগ্বেশকে অপমান করাটা মোটেই উচিত হয়নি। একজন বোলারকে এভাবে ছোট করা হল কেন। এটা অপমানের সামিল।”
তিনি আরও বলেছেন, “দিগ্বেশ আমার পরিবারের কেউ নয়। আমার বন্ধুও নয়। আমি ওর সম্পর্কে কিছু জানিও না। কিন্তু একজন বোলারকে যদি এভাবে আঘাত করা হয়, তা হলে তার প্রভাব পড়বেই।” ঘটনার সময় দিগ্বেশ আউটের আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন আম্পায়ার। কিন্তু এরমধ্যেই ঋষভ আবেদন ফিরিয়ে নেওয়ার কথা বলেন। অশ্বিনের মতে, তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠানোর আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারতেন ঋষভ। ক্ষুব্ধ অশ্বিনের বক্তব্য, “আসলে ব্যাপারটা কি জানেন, একজন বোলারকে নিয়ে কেই বা মাথা ঘামায়! তাকে যখন তখন অপমান করা যায়, তাই না!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.